দ্বিতীয় ম্যাচেই এসে মুদ্রার অন্য পিঠ দেখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে উড়ন্ত জয়। এরপরই সোমবার পাকিস্তানের সামনে ব্যর্থ। নারী এশিয়া কাপে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ছুঁড়ে দেওয়া ৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
সিলেটের মাঠে টস হেরে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচের ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৭০ রান তুলে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। এই রান তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১৩তম ওভারে জয়ের বন্দরে পাকিস্তান।
৭১ রানের টার্গেটে নেমে অনেকটা হেসে-খেলে পথ পাড়ি দিয়েছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে মুনীবা আলী ও সিদ্রা আমিন পথ দেখান। তাদের ৪৯ রানে তাদের জুটি ভাঙেন সালমা খাতুন। বিসমাহ ১২ ও সিদ্রা ৩৬ রানে অপরাজিত ছিলেন।
তার আগে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। নিগার একটু লড়ে ৩০ বলে ১৭ করেন। লতা মন্ডল ১৯ বলে ১২ রান তুলেন। সালমা খাতুনের ২৯ বলে ২৪ বাংলাদেশের ইনিংসের সর্বোচ্চ রান।
রিতু মনি আউট হলে সিলেটে নেমে আসে বৃষ্টি। প্রায় আধঘণ্টা পর খেলা শুরু হতে ১৯তম ওভারে নাহিদা আক্তার রান আউট হন। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন ডায়না বেগ ও নিদা দার। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ওমানিয়া সোহেলির।
তবে প্রায় গোটা দেশে বৃষ্টি থাকলেও সিলেটে খেলাটা ভালভাবেই শেষ হয়েছে। তাইতো ব্যাট-বলে ব্যর্থতায় হারের হতাশাতেই মাঠ ছাড়ল এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা।
Discussion about this post