এক সময় ক্রিকেট মাঠে তিনি ক্রিকেটারদেরই মতো পরিচিত ছিলেন। দারুণ দক্ষতায় সামাল দিতে মাঠ। আইসিসি এলিট প্যানেলের সেই সাবেক আম্পায়ার আসাদ রউফ আর নেই। বুধবার লাহোরে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন তিনি। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬।
ক্রিকেট খেললেও আম্পায়ার হিসেবেই তার পরিচিতিটা ছড়িয়েছে গোটা বিশ্বে। ১৯৯৮ সালে পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারিংয়ে পথচলা শুরু রউফের। আন্তর্জাতিক ক্রিকেটে শুরু ২০০০ সালে। তারপর নিজ দক্ষতায় হয়েছেন আইসিসির ইন্টারন্যাশনাল প্যানেলের সদস্য।
২০০৪ সালে আলিম দার এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর রউফও তার সঙ্গী হন। এরপর ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় তার। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দিয়ে তার শুরু।
সেই রউফ লাহোরে হার্ট অ্যাটাকের শিকার হয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৬৪ টেস্ট, ১৩৯ ওয়ানডে ও ২৮ টি-টুয়েন্ট ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
ক্যারিয়ারে বেশ ভাল করেই এগিয়ে যাচ্ছিলেন রউফ। কিন্তু ২০১৩ সালে তার ক্যারিয়ার থমকে যায় আইপিএল স্পট ফিক্সিং স্ক্যান্ডালে জড়িয়ে। মুম্বাই পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিলেন এই আম্পায়ার। তারপর আইপিএল শেষ হওয়ার আগেই ভারত ছেড়ে যান। বাদ পড়েন এলিট প্যানেল থেকে।
যদিও রউফ নিজেকে নির্দোষ দাবি করেন। তারপরও ২০১৬ সালে চার অভিযোগের ভিত্তিতে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি। তারপর নতুন পেশায় নাম লেখান। পুরোনো জুতো-জামা বিক্রি করছিলেন। লাহোরের লিন্ডে বাজারে একটি দোকান নিয়ে শুরু করেন ব্যবসা।
এমনিতে রউফ পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান। ন্যাশনাল ব্যাংক ও রেলওয়েজের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। পাকিস্তানের বিভিন্ন দলের হয়ে ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেন রউফ।
Discussion about this post