হতাশা নিয়েই এশিয়া কাপ শেষ হয়েছে বাংলাদেশের। তবে এই ধাক্কা সামলে উঠার সুযোগ সামনেই পাচ্ছেন সাকিব আল হাসানরা। সামনেই নতুন মিশন। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এরপরই অস্ট্রেলিয়ার মাঠে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ। কিন্তু দুটো আয়োজনেই বাংলাদেশ মিস করবে মুশফিকুর রহিমকে। দুবাই-শারজাহ থেকে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেই টি-টুয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এ অবস্থায় তাইতো প্রশ্ন থাকছে মুশফিকের অভাবটা কে পূরণ করবেন? জাতীয় দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অভাব পূরণ করাটা সহজ হবে না।
শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের কাছে হাবিবুল বাশার সুমন বলছিলেন, ‘দেখুন, মুশফিকের অভাব পূরণ করা মোটেও সহজ হবে না। টি-টুয়েন্টি ফরম্যাট থেকে ও সরে গিয়েছে। অবশ্য সোহান ফিরে আসলে হয়তো জায়গাটা পরিপূর্ণ হবে।’
স্বস্তির খবর দলের দুই ইনজুরি আক্রান্ত ক্রিকেটার নুরুল হাসান সোহান ও লিটন দাস ইনজুরির ধাক্কা সামলে উঠার পথে আছেন।
অবশ্য সুমন জানালেন টি-টুয়েন্টি বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে ফেরার পথে এই দুই ক্রিকেটার। সুমন বলেন, ‘লিটন এই মুহুর্তে ভালো আছে। তাকে দেখে মনে হয় বেশ ভালো অবস্থায় আছে। ইয়াসির রাব্বি ফিটনেস পরীক্ষা দিয়েছে, সেখানে একটু কম স্কোর হলেও ভালো করেছে সে। এছাড়া হাসান মাহমুদ ফিট থাকলে দল আরো শক্তিশালী হবে, সাথে সোহান আছে।’
আইসিসির বেধে দেওয়া সময় জানাচ্ছে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে হচ্ছে। তার আগে হাবিবুল বাশার জানালেন, বিশ্বকাপে দলকে কোন প্রত্যাশার চাপ দিতে চান না তিনি।
নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘দেখুন, বিশ্বকাপে আমরা খোলা মন নিয়ে যেতে চাই। আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি আমাদের অনেক কিছুই করতে হবে বিষয়টা এমন না। এটা আমার ব্যক্তিগত অভিমত। আর বিশ্বকাপ অনেক প্রতিযোগিতামূলক একটি টুর্নামেন্ট। সবাই সেখানে সেরাটা দেওয়ার জন্যই আসে। সে কারণেই আমরা খোলা মন নিয়ে যেতে যায় এবং সেরা ক্রিকেটাই খেলতে চাই। এই বিশ্বকাপে দলকে কোন প্রত্যাশার চাপ দিতে চাই না আমি।’
Discussion about this post