এশিয়া কাপ থেকে অনেক আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। টানা দুই হারে শেষ মিশন। তবে এশিয়া শ্রেষ্টত্বের লড়াইয়ের ফাইনালেও থাকছে বাংলাদেশের প্রতিনিধিত্ব। এশিয়া কাপের ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।
ভারত-পাকিস্তান ম্যাচে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পুরস্কার পেলেন বাংলাদেশের এই আম্পায়ার। ১১ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু শিরোপার লড়াই। যেখানে মাঠে আম্পায়ারিং করবেন মুকুল।
এশিয়া কাপের গ্রুপপর্বে ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে বড় কোনো মঞ্চে আম্পায়ারিং শুরু হয়য় মুকুলের। সেখানেই বাজিমাত করেন তিনি। দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচে আম্পায়ারিংয়ে দক্ষতা দেখিয়ে এবার পাচ্ছেন ফাইনালের দায়িত্ব।
এমন দ্বায়িত্ব পেয়ে খুশি মুকুল গণমাধ্যমে বলেন, ‘দেখুন, আমি ভালো করলে এরপর বাংলাদেশের আম্পায়ারদের জন্য পথটা আরো সহজ হবে। ফাইনালেও ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। আমরা যখন বাইরে আম্পায়ারিং করতে যাই, তখন আমরাও বাংলাদেশের পতাকা বহন করি। আমার এখানে ভালো করার আরেকটি চ্যালেঞ্জ হলো- আমাদের নামের পাশে কিন্তু বাংলাদেশের নাম যুক্ত থাকে।’
এখন অব্দি ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন মাসুদুর রহমান মুকুল। যারমধ্যে ১৮ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার। ১৭টি ওয়ানডে ম্যাচে দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী এই আম্পায়ার।
Discussion about this post