আরও একবার বাছাই পর্বের মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশ্বকাপের বাছাইপর্বের লড়াইয়ে অংশ নিতে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের পথে দেশ ছাড়লেন সালমা খাতুন, জাহানারা আলমরা। আগামী ১৮ অক্টোবর আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বাছাইপর্ব। প্রথম ম্যাচের আগে তাই সেখানে ৯ দিন প্রস্তুতি নিতে পারবে টাইগ্রেসরা।
আবুধাবির পথে দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শোনালেন নিজেদের লক্ষ্যের কথা। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই কোয়ালিফাই করা। অবশ্যই আমরা চ্যাম্পিয়ন (বাছাইপর্বে) হতে চাই। আমরা যদি একটা দল হয়ে খেলতে পারি এবং ব্যাটসম্যানরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারে, আমাদের বোলিং শক্তিটা যদি ঠিকভাবে দেখাতে পারি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো।’
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় হবে নারীদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। সেই আসরের মূল পর্বে খেলতে লড়াই শুরু শুরু হচ্ছে ১৪ সেপ্টেম্বর থেকে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আট দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে। লড়াইয়ে বেশ খানিকটা আগে যাচ্ছে দল। কারণ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া। নিগার বলেন, ‘আমরা আমিরাতে এর আগে কখনেও খেলিনি। ওখানের কন্ডিশনটা এখানের মতো নয়। তাই মানিয়ে নিতে সমস্যা হবে। এজন্য আগেভাগে ওখানে যাওয়া। এই ক্যাম্পটা আমাদের খুব উপকারে আসবে।’
বাংলাদেশ আছে গ্রুপ ‘এ’ তে। সেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে। ‘বি’ গ্রুপে আছে থাইল্যান্ড, জিম্বাবুয়ে, পাপুয়া নিউগিনি ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড, ১৮ সেপ্টেম্বর হবে এই ম্যাচ। ১৯ অক্টোবর বাংলাদেশ প্রতিপক্ষ স্কটল্যান্ড। ২১ সেপ্টেম্বর বাংলাদেশের সামনে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ নারী ক্রিকেট দল-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমীন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।
Discussion about this post