টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি পর্বে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপরও আরো দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন সাকিব আল হাসানরা। তারপরই আসল লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা। টি-টুয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। বুধবার প্রকাশিত সেই সূচিতে দেখা যাচ্ছে মূল লড়াইয়ের আগে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে আর ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে বাংলাদেশ। সরাসরি সুপার টুয়েলভে জায়গা করে নেওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচ হবে ব্রিসবেনের দুটি মাঠে। বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে অ্যালান বোর্ডার ফিল্ডে। দুটি ম্যাচই তারা খেলবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।
১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। টাইগারদের প্রথম ম্যাচ হোবার্টে। প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে ২৪ অক্টোবর খেলতে নামবেন সাকিব আল হাসানরা।
বিশ্বকাপের প্রাথমিক পর্বের দলগুলো প্রস্তুতি ম্যাচ খেলবে মেলবোর্নের দুই ভেন্যুতে, আগামী ১০, ১১, ১২ ও ১৩ অক্টোবর।
বিশ্বকাপের আগে অ্যাডিলেডে বাংলাদেশ দলের ১০ দিনের ক্যাম্প করার পরিকল্পনা করলেও তা হচ্ছে না।
১৬ দলের প্রস্তুতি ম্যাচের চূড়ান্ত সূচি
১০ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম আমিরাত, জাংশন ওভাল
১০ অক্টোবর- স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, জাংশন ওভাল
১০ অক্টোবর- শ্রীলঙ্কা বনাম নামিবিয়া, এমসিজি
১১ অক্টোবর- নামিবিয়া বনাম আয়ারল্যান্ড, এমসিজি
১২ অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর- জিম্বাবুয়ে বনাম নামিবিয়া, জাংশন ওভাল
১৩ অক্টোবর- শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, জাংশন ওভাল
১৩ অক্টোবর- স্কটল্যান্ড বনাম আমিরাত, এমসিজি
১৭ অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম ভারত, গ্যাবা
১৭ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর- ইংল্যান্ড বনাম পাকিস্তান, গ্যাবা
১৭ অক্টোবর- আফগানিস্তান বনাম বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর- আফগানিস্তান বনাম পাকিস্তান, গ্যাবা
১৯ অক্টেবার- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর- নিউজিল্যান্ড বনাম ভারত, গ্যাবা
Discussion about this post