ঠিক যেন হাওয়ায় উড়ছেন তিনি! এটাই তো স্বাভাবিক। চির প্রতিদ্ধন্ধী পাকিস্তানকে হারানোর আনন্দটাই তো দ্বিগুণ। ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটাই যেন খেললেন হার্দিক পান্ডিয়া। তার হাত ধরেই জয় তুলে নিয়েছে ভার। এশিয়া কাপের সবচেয়ে কাংখিত ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত।
রোববার দুবাইয়ে পাকিস্তানের করা ১৪৭ রান ১৯.৪ ওভারে ৫ উইকেট টপকে যায় রোহিত শর্মার দল। এই জয়ে সুপার ফোর প্রায় নিশ্চিতই হয়ে গেল তাদের।
শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন হার্দিক পান্ডিয়া। ১৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ চাড়েন এই অলরাউন্ডার। বিরাট কোহলি ৩৫ ও রবিন্দ্র জাদেজা ৩৫ রানের ইনিংসে পথ দেখান ভারতকে।
এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৫ উইকেটে পরাজয়ের পর ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ভাসছেন প্রশংসা বন্যায়। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম খোদ মাতলেন তার বন্দনায়। হার্দিককে নিয়ে বাবর বলেন, ‘বোলিংয়ে সে খুব ভালো করেছিল এবং ব্যাট হাতে ম্যাচটা দারুণভাবে শেষ করে দিয়ে এসেছে। আমার কাছে ও খুব ভালো একজন অলরাউন্ডার।’
কেন পাকিস্তান হারল এনিয়ে বাবর বলেন, ‘আমাদের একমাত্র গেম প্ল্যান ছিল ম্যাচ যতটা সম্ভব শেষ পর্যন্ত নিয়ে যাওয়া। নাসিম শাহ খুব ভালো বল করেছে ও দলের জন্য গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। দুর্ভাগ্যবশত আমরা শেষ করতে পারিনি। চাপের মধ্যেও ভালো পারফর্ম করায় নওয়াজকে কৃতিত্ব দেওয়া উচিত। আমরা ১০-১৫ রান কম করেছিলাম। ম্যাচের শেষ ওভারে নওয়াজকে দিয়ে আমরা ১৫ কিংবা তার বেশি রান আটকানোর চিন্তা করেছিলাম। সেটা হলো না, হার্দিক শেষ করে দিলো।’
শুক্রবার টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে তারা খেলবে আইসিসির সহযোগী দেশ হংকংয়ের বিপক্ষে লড়বে পাকিস্তান। সেই ম্যাচ জিতলে তারা উঠবে সেমিতে।
সংক্ষিপ্ত স্কোর-
পকিস্তান: ১৯.৫ ওভারে ১৪৭/১০ (রিজওয়ান ৪৩, বাবর ১০, ফখর ১০, ইফতিখার ২৮, খুশদিল ২, শাদাব ১০, আসিফ ৯, নওয়াজ ১, রউফ ১৩*, নাসিম ০, দাহানি ১৬; ভুবনেশ্বর ৪-০-২৬-৪, আর্শদিপ ৩.৫-০-৩৩-২, পান্ডিয়া ৪-০-২৫-৩, আভেশ ২-০-১৯-১, চেহেল ৪-০-৩২-০, জাদেজা ২-০-১১-০)
ভারত: ১৯.৪ ওভারে ১৪৮/৫ (রোহিত ১২, রাহুল ০, কোহলি ৩৫, জাদেজা ৩৫, সূর্যকুমার ১৮, পান্ডিয়া ৩৩*, কার্তিক ১*; নাসিম ৪-০-২৭-২, দাহানি ৪-০-২৯-০, রউফ ৪-০-৩৫-০, শাদাব ৪-০-১৯-০, নওয়াজ ৩.৪-০-৩৩-৩)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: হার্দিক পান্ডিয়া
Discussion about this post