বৃষ্টি আফসোসের কারণ হয়েই এসেছে তার জন্য। না, হলে হয়তো বড় ইনিংস খেলতে পারতেন সৌম্য সরকার। উইকেটে থিতু হয়েছিলেন, কিন্তু এরপরই বৃষ্টিতে সর্বনাশ। ম্যাচটা আর হলই না। ৪টি চারের মারে ৪২ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন সৌম্য।
কিন্তু এই ইনিংসটা বড় করার সুযোগ পেলেন না সৌম্য। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। রেজাউর রহমান রাজা বল হাতে তুলেন ঝড়। সঙ্গে দাপট দেখান মৃত্যুঞ্জয় চৌধুরিও। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ও বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ নির্ধারণী তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচটিতে বৃষ্টির থাবায় পরিত্যক্ত। ওয়ানডে সিরিজ ১-১ ড্র। এর আগে আনঅফিসিয়াল টেস্ট সিরিজও ড্র হয়েছিল।
শনিবার সেন্ট লুসিয়ায় টস জিতে ব্যাটিংয়ে নামে উ ইন্ডিজ। স্বাগতিকরা ৫০ ওভারে তুলে ২৩৮ রান। পেসার রেজাউর রহমান রাজা শিকার করেন চার উইকেট। পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নেন দুই উইকেট। এরপর জবাব দিতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ১৫.৪ ওভারে ৩ উইকেটে ৬১ রান তুলতেই বৃষ্টি শুরু হয়। তারপর আর খেলা শুরু হতে পারেনি।
এই মিশন দিয়েই অনেক দিন পর মাঠে ফেরে বাংলাদেশ ‘এ’ দল। সফর শেষ। দল ফিরবে দেশে।এই দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান যোগ দেবেন জাতীয় দলে। এশিয়া কাপ খেলতে উড়ে যাবেন সংযুক্ত আরব আমিরাতে। সেই দলে স্ট্যান্ড বাই তালিকায় রয়েছেন সৌম্য সরকার ও মৃত্যুঞ্জয় চৌধুরি।
আগামী ২৭ আগষ্ট মরুর বুকে শুরু এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট। প্রতিপক্ষ আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: ৫০ ওভারে ২৩৮/৯ (চন্দরপল ৪৩, জশুয়া ২৩, বিশপ ৬০, গ্রিভস ৩৬, ইমলাক ১৪, আথানেজ ৬, স্প্রিঙ্গার ২৩, চার্লস ৩, ফিলিপ ০, লুইস ৯*, মিন্ডলি ৭*; মুকিদুল ১০-১-৫১-১, খালেদ ১০-০-৪৩-২, সাইফ ৮-০-২৯-০, রাজা ১০-০-৫০-৪, রকিবুল ১০-০-৪৫-১, সৌম্য ২-০-১৪-০)।
বাংলাদেশ ‘এ’ দল : ১৫.৪ ওভারে ৬১/৩ (নাঈম শেখ ৩, সৌম্য ৩০*, সাইফ ২, মিঠুন ২০, শাহাদাত ১*: ফিলিপ ৩-০-৬-০, লুইস ৩-০-১৮-২, মিন্ডলি ৪-১-১৩-০, গ্রিভস ১.৪-০-৯-০, চার্লস ৩-০-১৩-০, স্প্রিঙ্গার ১-০-১-১)।
ফল: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত।
সিরিজ: ৩ ম্যাচ সিরিজ ১-১ ড্র।
Discussion about this post