সেই শুরু থেকেই ২০ ওভারের ক্রিকেটে কিছুতেই ছন্দে নেই বাংলাদেশ। সাফল্য নেই বললেই চলে। সবশেষ জিম্বাবুয়ের কাছে দল হেরেছে সিরিজ। সেই ধাক্কা সামলে উঠার আগেই এবার এশিয়া কাপ। এ মাসের শেষ দিকে লড়াই। যেখানে শক্তিশালী দলগুলোর বিপক্ষে কিছু একটা করে দেখাতে চায় টাইগাররা। দলের নেতৃত্বে এসেছেন সাকিব আল হাসান।
ক্যাপ্টেন মিরপুরের শেরেবাংলায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন। মাঠে ফিরেছেন সবার আগে। নিয়মিত অনুশীলনে বিগ হিটিং অনুশীলন করছেন। এমন আত্মবিশ্বাসী সাকিবকে দেখে খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান।
বোর্ড প্রধানের মনে হয়েছে, বড় প্রতিযোগিতার আগে অধিনায়কের এমন মনোভাবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার মিরপুরে হাজির হয়েন নাজমুল হাসান পাপন দেখলেন অনুশীলন। এরপর গণমাধ্যমে তিনি বলেন, ‘সাকিবের সঙ্গে নিয়মিতই কথা হয়। অনেকের সঙ্গেই কথা হয়, সোহান-লিটন দাসের সঙ্গেও। মোটামুটি সবার সঙ্গেই কথা বলি। আজকে জানতে চাচ্ছিলাম যে ওর (সাকিব) কী মনে হচ্ছে। একটা ব্যাপার দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো অবশ্য সবসময়ই আত্মবিশ্বাস থাকে। তবে এই মুহূর্তে বেশি জরুরি এটা থাকা।’
নাজমুল হাসান পাপন আরও বলেন, ‘দেখুন, জিততে পারবো, এই বিশ্বাসটা থাকতে হবে। খেলতে গেলাম, হারা-জেতা নিয়ে আমার কথা নেই। কিন্তু জিততে পারবো, এই বিশ্বাস খেলার মধ্যে থাকা জরুরি। এটা দেখতে পেরেছি, আমি খুশি। হার-জয় বড় কথা নয়, এবার ভালো খেলার চেষ্টা করবো।’
এর আগে ২০১৬ এবং ২০১৮ এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দুইবারই ভারতের কাছে হার। এবার অবশ্য ২০ ওভারের ক্রিকেট। তার আগে দলের মানসিকতার বদল চান পাপন। বলেন, ‘পুরো মানসিকতা, চিন্তাধারা সব কিছু হঠাৎ করে বদলে ফেলতে চাচ্ছি এই এশিয়া কাপে। করে আমরা দেখতে চাই নতুন করে শুরু করা যায় কিনা। এশিয়া কাপ কিন্তু বিশ্বকাপের পরেই। গত বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। হঠাৎ করে এখন এত তাড়াতাড়ি বের হতে পারব কিনা জানি না। আমাদের মাথায় যদি চিন্তা ধারা থাকে আমরা উন্নতি করতে চাই। এই চিন্তা যদি এশিয়া কাপ থেকে শুরু না করি তাহলে বিশ্বকাপে গিয়ে আরও খারাপ অবস্থা হবে।’
দলে একজন পাওয়ার হিটিংয়ের সমস্যা কাটাতে একজন বিশেষজ্ঞ কোচেরও দরকার মনে করছে বিসিবি। বর্তমান ব্যাটিং কোচ জেমি সিডন্স বোর্ড সভাপতির বাসায় গিয়ে তাকে আশ্বস্ত করেছেন এই দিকটা সামলাতে পারেন তিনি। পাপন বলেন, ‘আমরা একটা চিন্তা করেছিলাম পাওয়ার হিটিংয়ের জন্য বিশেষজ্ঞ কোচ আনব কিনা। তখন জেমি (সিডন্স) এসে বলল ও এই ব্যাপারে স্পেশালাইজড আছে। আমাদের মূল সমস্যা যেটা দেখি টি-টোয়েন্টিতে। আমাদের খেলোয়াড় কিন্তু আছে। সমস্যা হচ্ছে আমাদের মাইন্ডসেট বদল করতে হবে।’
Discussion about this post