দারুণ একটা দিন কাটল টাইগার ক্রিকেটারদের। ওয়েস্ট ইন্ডিজ সফরে পথ খুঁজে পেলো বাংলাদেশ ‘এ’ দল। বলা যায় সাইফ হাসানের হাত ধরেই দিনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। শুক্রবার তৃতীয় দিনে দারুণ এক সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর বল হাতে দাপট দেখান মৃত্যুঞ্জয় চৌধুরি।
সেন্ট লুসিয়ায় দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনে ৯ উইকেটে ৩০০ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। যেখানে ৮ ঘণ্টা ১৪ মিনিট উইকেটে কাটিয়ে সাইফ করেন ১৪৬ রান। ৩৪৮ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও ছক্কা ৪টি। এরপর ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল শুক্রবার দিন শেষ করে ২ উইকেটে ৪৩ রান করেছে। মৃত্যুঞ্জয় নিয়েছেন দুটি উইকেটই।
অবশ্য বৃষ্টির কারণে এই ম্যাচের প্রথম দুই দিনে খেলা হয় ৮৪ ওভার। তৃতীয় দিনেও একই দৃশ্যপট। তবে এদিন ৬০.৪ ওভার খেলা হয়েছে। শুক্রবার ২১৭ বলে ৬৩ রান নিয়ে সাইফ মাঠে নামেন। তারপর দেখেশুনে খেলে এগিয়ে যান। এদিনই সাইফ পেলেন তার প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৩ ম্যাচে সপ্তম সেঞ্চুরি।
বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংস থেকে এখনো ২৫৭ রানে পিছিয়ে আছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। উইকেটে আছেন ত্যাগনারায়ণ চন্দরপল (২১*) ও জশুয়া দা সিলভা (১২*)।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল ১ম ইনিংস: ১২৬.৪ ওভারে ৩০০/৯ (ডি.) (আগের দিন ১৫৭/৫) (জয় ১৭, সাদমান ২৫, সাইফ ১৪৬, ফজলে মাহমুদ ১৪, মিঠুন ১৪, জাকির ১৫, জাকের ৩৩, নাঈম ৪, মৃত্যুঞ্জয় ১৪, তানভির ১*; ফিলিপ ২৬-১০-৭২-৩, মিন্ডলি ২৫-৩-৭০-১, গ্রিভস ২৫-১৩-৪৩-০, আর্চিবল্ড ২২-৬-৪৮-৩, কারাইয়াহ ২৬.৪-৭-৫৩-২, আথানেজ ২-০-৩-০)।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ১ম ইনিংস: ১৮ ওভারে ৪৩/২ (তেজনারাইন ২১*, সলোজানো ১০, কার্টি ০, জশুয়া ১২*; খালেদ ৫-১-১৫-০, মৃত্যুঞ্জয় ৮-২-১৯-২, নাঈম ৫-৩-৯-০)।
Discussion about this post