সাকিব আল হাসানকে ঘিরে বেশ উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটাঙ্গন! বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) রয়েছে শক্ত অবস্থানে। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে সাকিব আল হাসানের। এ চুক্তি থেকে সরে না আসলে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেই তার কোনো সম্পর্ক থাকবে না বলে সাফ জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন জানালেন, এই ইস্যুতে তারা ছাড় দেবেন না। বিসিবি সভাপতি নাজমুল হাসানের বেক্সিমকোর ধানমন্ডির কার্যালয়ে আলোচনায় বসেন বোর্ডের শীর্ষ কর্তারা। সেখানে এশিয়া কাপের দল ঘোষণা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বোর্ড।
বেটিং-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে পণ্যদূতের চুক্তি বাতিল করতে সাকিবকে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বলা হয়েছে বেটউইনার নিউজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। চিঠির উত্তর আসেনি বিসিবির হাতে। এ অবস্থায় নিজেদের অবস্থান প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এখানে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। বিসিবি প্রথম থেকে যে অবস্থায় ছিল, এখনো তাই আছে। তখনই আমি বলেছিলাম, এ ব্যাপারে জিরো টলারেন্স। বিসিবি কোনোভাবেই এটা গ্রহণ করবে না। যে কারণে আশরাফুলের মতো খেলোয়াড়কেও আমাদের বাদ দিতে হয়েছে।’ তাঁর কথায় পরিষ্কার-সাকিব বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি থেকে সরে না এলে তাঁকে ছাড়াই হবে এশিয়া কাপের বাংলাদেশ দল।
পাপন আরও বলেন, ‘কোনো রকম সম্পৃক্ততাই থাকা সম্ভব না। সম্পূর্ণভাবে ওইখান থেকে বের হয়ে আসতে হবে। আমাদের দলেই থাকবে না, অধিনায়ক তো পরের ধাপ। এটা নিয়ে আলোচনার কিছু নেই। এটা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া। এটা খুবই পরিষ্কার।’
সাকিবের পুরো বিষয়টা নিয়ে পাপন গণমাধ্যমে আরও বলেন, ‘যার সাথে ব্যাটিংয়ের কোনো সম্পর্ক আছে, তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক থাকবে না। প্রশ্নই ওঠে না। যতক্ষণ পর্যন্ত ওর জবাব না পাব আর তাতে সন্তুষ্ট না হবো, ততক্ষণ পর্যন্ত ওকে দলে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা বলতে পারেন এটা তো নিউজ পোর্টাল। কিন্তু বেট উইনার তো জুয়ার অংশ। আমরা বলেছি সম্পর্কই থাকতে পারবে না। সাকিব দেশের জন্য খেলবে নাকি বেটিংয়ে থাকবে এটা তার সিদ্ধান্ত। এখানে বোঝানোর কিছু নেই।’
সাকিবকে শুক্রবার দুপুরের মধ্যে বিষয়টি পরিস্কার করতে হবে জানিয়ে পাপন বলেন, ‘কনভিন্স করার সুযোগই নেই। এটা নিয়ে আমি কোনো আলোচনাতেই যেতে রাজি না। ওরা বেটিং সাইটের সারোগেট, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ওরা মূলত একটা বেটিং কোম্পানি যারা জুয়া, ক্যাসিনো, বেটিং এগুলো নিয়ে জড়িত। স্পষ্টভাবে বিসিবি জানিয়ে দেয়, কীসের কীসের সাথে সম্পর্ক থাকতে পারবে না।’
বৃহস্পতিবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং বিসিবি পরিচালক মাহবুব আনাম ও এনায়েত হোসেন সিরাজ। ছিলেন প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজনও।
Discussion about this post