মাঠের পারফরম্যান্সের ছাপ থাকল আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়েও। শুধু হতাশার খবরই থাকল। কারণটাও সংগত, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা যে ভাল কাটেনি! তবে একজন ছিলেন ব্যতিক্রম। প্রথম ওয়ানডেতে সাফল্যে র্যাঙ্কিংয়ের ওয়ানডের বোলিং বিভাগে উন্নতি হয়েছে স্পিনার তাইজুল ইসলামের। কিন্তু পিছিয়ে পড়েছেন লিটন দাস-মুশফিকুর রহিমরা।
বুধবার সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই তালিকায় অবশ্য আগের জায়গা ধরে রেখেছেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক টানা দুই ফিফটি করেও ব্যাটিং বিভাগে ১৬ নম্বর অবস্থানেই রয়েছেন।
কিন্তু পেছালেন মুশফিক। ১৭ থেকে দুই ধাপ পিছিয়ে তিনি ১৯ নম্বরে। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে না থাকা লিটন ২৪ চলে গেছেন ২৮-এ। ১ ধাপ পিছিয়ে সাকিবের ৩০ নম্বরে। দ্বিতীয় ওয়ানডে ৮৪ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে ১ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ।
বাঁহাতি স্পিনার তাইজুল ৮১ থেকে ৭১ নম্বরে উঠে এসেছেন। বোলিংয়ে ৬ নম্বরেই রয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ অবনমন সাকিবের। তিনি ১২ থেকে ১৪ নম্বরে গেছেন। ১৪ থেকে ১৬-তে চলে গেছেন মুস্তাফিজুর রহমান। ৩৮ থেকে ৪২-এ পেসার তাসকিন আহমেদ।
অলরাউন্ডার ক্যাটাগরিতে ১ নম্বর জায়গা এখনো সাকিবের। উন্নতি হয়েছে মিরাজের। ৭ থেকে ৬-এ উঠে এসেছেন তিনি।
এদিকে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখানো সিকান্দার রাজা এগিয়েছেন। এই তারকার টানা দুই অপরাজিত সেঞ্চুরিতে দীর্ঘ নয় বছর পর বাংলাদেশকে সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে। ক্যারিয়ারের সেরা ফর্মে রাজা। তাইতো আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও দাপট। ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার পাশাপাশি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ৩৬ বছর বয়সী রাজা। জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান আছেন ক্যারিয়ারসেরা ২৯ নম্বরে। ক্যারিয়ারসেরা ৬১৯ রেটিং পয়েন্ট।
দুই ওয়ানডেতে ৪ উইকেট শিকার করায় বোলিং র্যাঙ্কিংয়েও এগিয়েছেন রাজা। ৭৯তম অবস্থানে রয়েছেন তিনি।
Discussion about this post