শিরোনাম দেখে নিশ্চয়ই চমকে গেলেন! সেটাই তো স্বাভাবিক। মাঠে নামার পরই কী করে একটা দল চারশ করে ফেলে? রহস্য রেখে এবার আসল ঘটনাটা বলা যায়-বুধবার ঠিকই ৪০০ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। জিম্বাবুয়ের বিপক্ষে হারারের ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অনন্য এক মাইলফলকে পা রাখল টাইগাররা। টস হেরে ব্যাট করতে নেমেই হয়ে গেল চারশ!
৪০০তম ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ হলো বাংলাদেশ দল। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটের জন্ম সেই ১৯৭১ সালে। তবে এই ফরম্যাটে বাংলাদেশের পথচলা ১৯৮৬ সালের ৩১ মার্চ। এশিয়া কাপ ক্রিকেটের সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তারপর লম্বা সময় পেরিয়ে এবার চারশর মাইলফলকে দল।
বিশ্বের দশম দল হিসেবে বাংলাদেশ এই ফরম্যাটে ৪০০ ম্যাচ খেলা ক্লাবে নাম লেখাল টাইগাররা। অভিষেক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এরপর ২০০২ সালে বাংলাদেশ ৫০তম ম্যাচেরও প্রতিপক্ষ পাকিস্তান। যেখানে দল হারে ৮ উইকেটে। টাইগাররা শততম ওয়ানডে খেলে ২০০৪ সালে। যেখানে প্রতিপক্ষ ভারত। ম্যাচে ভারতকে ১৫ রানে হারায় বাংলাদেশ।
তারপর ১৫০ ও ২০০তম ম্যাচেও ধরা দেয় জয়। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে আর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারায় বাংলাদেশ। অবশ্য ২৫০ ও ৩০০তম ম্যাচে হতাশা সঙ্গী হয়। ২০১১ সালে জিম্বাবুয়ের কাছে ও ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারে দল।
এরপর ৩৫০তম ম্যাচে বাংলাদেশ হারায় জিম্বাবুয়েকে। এবার ৪০০তম ম্যাচে সেই জিম্বাবুয়ে প্রতিপক্ষ। যারা আগের দুই ম্যাচ জিতে সিরিজটাও নিজের করে নিয়েছে।
বাংলাদেশ তাদের ৩৯৯ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বেশি সফল। ৮০ ম্যাচে ৫০ জয়। হার ৩০টি। শ্রীলঙ্কার বিপক্ষে ৫১, উইন্ডিজের বিপক্ষে ৪৪, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮, পাকিস্তানের বিপক্ষে ৩৭ আর ভারতের বিপক্ষে ৩৬ ম্যাচে লড়েছে দল।
Discussion about this post