যখন সাফল্যের হাওয়ায় উড়ছিলেন, তখনই পেলেন দুঃসংবাদ! নুরুল হাসান সোহানের জিম্বাবুয়ে সফর শেষ। অথচ নেতৃত্বটা পেয়ে মাত্রই উপভোগ করা শুরু করেছিলেন তিনি। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয়টিতে জয় তুলে নেয় টাইগাররা। তারপরই পড়লেন চোটে।
বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়কেরর বাঁহাতের তর্জনীতে চিড় ধরা পড়েছে। তিন সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে সোহানকে। এ কারণে জিম্বাবুয়ে সফর থেকে ফিরে আসতে হচ্ছে তাকে।
হারারে স্পোর্টস গ্রাউন্ডে রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন সোহান। পেসার হাসান মাহমুদের বল তার তর্জনীতে এসে লাগে। তারপরও চোট নিয়ে ইনিংসের বাকিটা সময় কিপিং করেন। ৭ উইকেটে ম্যাচ জেতে দল। তাইতো ব্যাটিং করা লাগেনি তার।
কিন্তু জয়ের পরই তবে দুঃসংবাদ পায় বাংলাদেশ। ম্যাচের পর আঙুলে এক্স-রে করানো হয়। তখনই জানা যায় তার চিড় ধরা পড়েছে।
বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানিয়েছিলেন, ‘আমরা তার এক্স-রে করিয়েছি এবং বাঁহাতের তর্জনীত চিড় ধরা পড়েছে। এ ধরণের আঘাত থেকে সেরে উঠতে তিন সপ্তাহের সময় লাগে। এ কারণে তিনি তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচ এবং আসন্ন ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না।’
অথচ এই সিরিজ দিয়ে সোহান বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন। খেলছিলেনও দারুণ। তখনই কীনা পড়লেন ইনজুরিতে। তবে এশিয়া কাপের আগে হয়তো সেরে উঠবেন সোহান। যা কীনা এ মাসের শেষে শুরু হবে সংযুক্ত আরব আমিরাতে।
Discussion about this post