শুরু হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর। ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে বিশ্রামের তেমন সুযোগই মিলল না! শুরু নতুন আরেক মিশন। ৩০ জুলাই শনিবার বিকেলে প্রথম টি-টুয়েন্টি। যেখানে টাইগারদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। নতুন এক দল। যেখানে নেই তিন সিনিয়র সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। আগেই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল।
ঠিক এ অবস্থায় শুরু মাঠের ক্রিকেট। চলুন দেখে নেই বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর সূচি।
এক নজরে সূচি
ম্যাচ তারিখ সময়
প্রথম টি-টুয়েন্টি (৩০ জুলাই, বিকেল ৫টা)
দ্বিতীয় টি-টুয়েন্টি (৩১ জুলাই, বিকেল ৫টা)
তৃতীয় টি-টুয়েন্টি (২ আগস্ট, বিকেল ৫টা)
প্রথম ওয়ানডে (৫ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
দ্বিতীয় ওয়ানডে (৭ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
তৃতীয় ওয়ানডে (১০ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
# প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে
বাংলাদেশ সময় অনুযায়ী সূচি। প্রতিটি ম্যাচই সরাসরি দেখাবে টি-স্পোর্টস
Discussion about this post