বয়স মাত্র ২৮। তার সামনে আছে লম্বা ক্যারিয়ার। পরিশ্রমীও বটে নুরুল হাসান সোহান। এই ক্রিকেটারটিই পেলেন নতুন দ্বায়িত্ব। জিম্বাবুয়ে সফরে ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলের। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামে রেখে দ্বায়িত্ব দেওয়া হলো সোহানকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থতার পরই যেন এমন কিছু একটা আঁচ করা যাচ্ছিল।
রিয়াদের সঙ্গে শুক্রবার বৈঠক শেষেই সোহানকে অধিনায়ক করার খবরটি ঘোষণা দেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তারপর থেকেই প্রশ্ন ভাসছে কেন রিয়াদের জায়গায় বেছে নেওয়া হলো সোহানকে?
এমন সিদ্ধান্তটা কি সহজে মেনে নিয়েছেন রিয়াদ? এ প্রসঙ্গে জালাল ইউনুস সাফ বললেন, ‘দেখুন, এই দলটাকে সামলানোর জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়কত্ব দিচ্ছি। সেটা আমরা আজকে মাহমুদউল্লাহ রিয়াদকে জানিয়ে দিয়েছি। মুশফিকও জানে, সাকিবও জানে। তাদের জায়গায় আমরা নতুন খেলোয়াড় চেষ্টা করছি। এটা শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য দেখতে চাচ্ছি তাদের ফলাফল, পারফরম্যান্স কি হয়। সেটা দেখার জন্য আপনারা বলতে পারেন নতুন ব্র্যান্ডের একটা দল যাচ্ছে।’
এ মাসেই শুরু জিম্বাবুয়ের সঙ্গে লড়াই। ৩০ জুলাই সিরিজের প্রথম টি-টুয়েন্টি সিরিজ। তার আগে দলটাও চূড়ান্ত হয়ে গেছে। রিয়াদের সঙ্গে কথা বলেই অধিনায়ক করা হয়েছে সোহানকে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলছিলেন, ‘আমরা রিয়াদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা তো আইকন তাই ওদের একটা শ্রদ্ধার ব্যাপার আছে। ওদের (সিনয়ররা) জন্য অপেক্ষা করেছি। ওদের সঙ্গে কথা বলেছি। ওদের সঙ্গে কথা বলেই এই সিরিজে নতুন কিছু ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরি করা আরকি।’
মাহমুদউল্লাহ পুরো ব্যাপারটা ইতিবাচকভাবেই দেখেছেন। সুজন বললেন, ‘যেহেতু আমরা রিয়াদকে একেবারে সরিয়ে দিচ্ছি না। রিয়াদ ব্যাক করবে না এমনও কথা না। সবারই একটু ব্রেকের দরকার হয়। রিয়াদ ভেরি পজিটিভলি নিয়েছে জিনিসটা। ওর কিছু প্রশ্ন ছিল আমরা সেগুলোর উত্তর দিয়েছি। কিন্তু সে বেশ পজিটিভলি নিয়েছে।’
২০১৯ সালে সাকিব আল হাসান নিষিদ্ধ হলে নেতৃত্ব পেয়ে যান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর তার অধিনায়কত্বে বাংলাদেশ ৪৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে। দল জিতেছে ১৬টিতে, হেরেছে ২৬টিতে। ১টি ম্যাচে ফল হয়নি। সাফল্য মন্দ না হলেও শেষটাতে এসে নিজের পারফরম্যান্স আর দলও ব্যর্থ হচ্ছিল।
এ কারণেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। টি-টুয়েন্টিতে ৩৩ ম্যাচ খেলা সোহান নতুন অধিনায়ক। কেন দ্বায়িত্ব দেওয়া হলো তাকে এনিয়ে সুজন বলেন, ‘যেহেতু সিনিয়রররা কেউ নাই, সোহান এদের মধ্যে অনেক সিনিয়র। আর আমরা তো দেখেছি সোহান মাঠে কিভাবে লিড দেয় দলকে। ওইসব দেখে আমরা মনে করছি যে এখন সোহানই ভাল অপশন হবে এই ফরম্যাটে নেতৃত্ব দেয়ার জন্য।’
Discussion about this post