জয়ের মঞ্চ তৈরি ছিল আগের দিনই। পঞ্চম দিনে এসে জয়ের আনন্দে ভাসল পাকিস্তান। আব্দুল্লাহ শফিক অসাধারণ এক ইনিংস খেলে শ্রীলঙ্কার স্বপ্ন ভেঙে পাকিস্তানকে এনে দিলেন এক ঐতিহাসিক জয়! গল টেস্টে রেকর্ড ৩৪২ রান তাড়া করে জিতল তারা। ৪ উইকেটের এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারীরা।
তবে শফিকের ক্যাচ মিস না হলে ম্যাচের দৃশ্যপট হতেও পারতো ভিন্নকিছু। ১৫১ রানে ডিপ স্কয়ার লেগে তার ক্যাচ ছাড়েন কাসুন রাজিথা। এরপরই নিশ্চিত হয়ে যায় জিততে যাচ্ছে পাকিস্তান। দুইবার জীবন পেয়ে ক্যারিয়ার সেরা ১৬০ রানে অপরাজিত ছিলেন শফিক।
এই জয়ে একটা রেকর্ড গড়ে ফেলেছে পাকিস্তান। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড! বুধবার পাকিস্তান নিজেদের ইতিহাসেরও দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে ফেলল।
শেষ দিন ১২০ রান প্রয়োজন ছিল পাকিস্তানের। শফিক ও মোহাম্মদ রিজওয়ানের জুটি পথ দেখায় দলকে। তবে প্রথম সেশনে শ্রীলঙ্কা প্রতিপক্ষের দুই উইকেট তুলে নিয়ে জায়গায় জয়ের সম্ভাবনা। আর লাঞ্চের পর আরও একটি উইকেট নিতেই মনে হচ্ছিল জমে উঠবে লড়াই। কিন্তু রিজওয়ান ও শফিকের জুটি ৭১ রানে কপাল পুড়ে প্রতিপক্ষের।
৭৪ বলে ৪০ রান করে এলবিডব্লিউ হন রিজওয়ান। শফিক জয়সূচক শট খেলেন বাউন্ডারিতে। ৪০৮ বলে ৭ চার ও ১ ছয়ে করেন ১৬০ রান। ৬ উইকেটে ৩৪৪ রান করে পাকিস্তান। গলের মাঠে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড।
Discussion about this post