সফর নিশ্চিত হয়েছিল আগেই। এবার চূড়ান্ত হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরসূচি। মজার ব্যাপার হলো ওয়েস্ট ইন্ডিজ থেকে দল ফেরার আগেই নিশ্চিত আরেক সফর। বুধ ও বৃহস্পতিবার দুই ধাপে ফিরবে দল। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড টি-টুয়েন্টি ও ওয়ানডের সূচি ঘোষণা করে।
উইন্ডিজ থেকে ফিরে সপ্তাহ খানেক বিশ্রাম পাবেন ক্রিকেটাররা। এরপরই জিম্বাবুয়েতে উড়াল দেবেন তারা। তবে স্বস্তির খবর জিম্বাবুয়ে সফরে সব ম্যাচই হবে হারারেতে। টি-টুয়েন্টি দিয়ে শুরু মাঠের লড়াই। ৩০ জুলাই প্রথম টি-টুয়েন্টি। ৩১ জুলাই দ্বিতীয়টি। এরপর একদিন বিরতি। ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে প্রতিটি ম্যাচ।
তারপরই ওয়ানডে লড়াই। প্রিয় ফরম্যাটে ৫, ৭ ও ১০ আগস্ট জিম্বাবুয়ের সঙ্গে লড়বে বাংলাদেশ দল। এরপর ১১ আগস্ট দেশে ফিরবে বাংলাদেশ দল। টি-টুয়েন্টি ম্যাচের বাংলাদেশ সময় বিকেল ৫টা। ওয়ানডে শুরুর সময় বাংলাদেশ সময় বেলা ১টা ১৫ মিনিটে।
দুই দলের ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়।
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি
প্রথম টি-টুয়েন্টি (৩০ জুলাই, বিকেল ৫টা)
দ্বিতীয় টি-টুয়েন্টি (৩১ জুলাই, বিকেল ৫টা)
তৃতীয় টি-টুয়েন্টি (২ আগস্ট, বিকেল ৫টা)
প্রথম ওয়ানডে (৫ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
দ্বিতীয় ওয়ানডে (৭ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
তৃতীয় ওয়ানডে (১০ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)
# সূচি বাংলাদেশ সময় অনুযায়ী
Discussion about this post