তিনি শুধু সময়ের নন, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা। মাঠের ক্রিকেটে পারফরম্যান্স দিয়েই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তিনি মাঠে নামা মানেই যেন সাফল্যের ছোঁয়া। রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে রেকর্ডের হাতছানি ছিল তার সামনে। সেই সুযোগটা হাতছাড়া করেনি সাকিব। এমন এক কীর্তি গড়লেন, যেখানে তিনি ছাড়া আর কেউ নেই। অনন্য অর্জনে বাংলাদেশের এই কিংবদন্তি উঠে গেছেন চূড়ায়!
আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন ইতিহাসই লিখলেন সাকিব। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ হাজার রান এবং অন্তত ১০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার বনে গেলেন তিনি। তার এমন রেকর্ড গড়া ম্যাচটি অবশ্য জিততে পারেনি বাংলাদেশ। ডমিনিকায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৩৫ রানে হেরেছে দল। তবে প্রাপ্তি একটাই-সাকিবের রেকর্ড!
এর আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে প্রথম ১ হাজার রান এবং ১০০ উইকেটের রেকর্ডও গড়েন তিনি। এবার সেই রেকর্ড আরও মজবুত করলেন সাকিব। টি-টুয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব এখন অব্দি তুলেছেন ১২০ উইকেট। ৯৮ ম্যাচে ১২০ উইকেট নিয়েছেন তিনি। ৯২ ম্যাচে ১১১ উইকেট নিয়ে টিম সাউদি দুই নম্বরে। ৬১ ম্যাচে রশিদ খান ১১১ উইকেট নিয়ে ৩ নম্বরে।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবেরও সদস্য তিনি। এই ফরম্যাটে ১৭তম এবং বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টুয়েন্টিতে ২ হাজারি ক্লাবে অবশ্য প্রথম পা দেন টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রিয়াদের সংগ্রহ সব মিলিয়ে ২০২১ রান। ২০০৫ রান নিয়ে এরপরই সাকিব। রোববার ক্যারিবিয়ানদের বিপক্ষে ৪৫ বলে ফিফটি তুলেন সাকিব। প্রথম বাংলাদেশি হিসেবে টি-টুয়েন্টি ক্রিকেটে দশম ফিফটি এই তারকার। তার পরে সর্বোচ্চ ৭টি আছে তামিমের।
Discussion about this post