পবিত্র হজ পালন করবেন এ কারণেই এবার ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। ছুটি চাইতেই মিলেছে। তাইতো এবার হজ পালনে সৌদি আরবে গেলেন মুশফিকুর রহিম। জাতীয় দলের ক্রিকেটার শনিবার রাতে ফেসবুকে ছবি পোষ্ট করে দোয়া চেয়েছেন সবার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়-কাবা শরিফের সামনে ইহরাম বাধা অবস্থায় মুশফিক। জাতীয় দলের এই তারকা ক্রিকেটার এর আগে করেছেন ওমরাহ। এবারই প্রথম হজ পালন করতে গেলেন তিনি।
এমনিতে নিয়ম শৃংখলা মেনে চলা এক মানুষ মুশফিক। ধর্ম-কর্মেও বেশ মনোযোগী। তাইতো হজ করতে এবার গেলেন তিনি। তাকে ছাড়াই উইন্ডিজের দুই টেস্টের সিরিজে খেলেছে বাংলাদেশ। আবার তিন ম্যাচ টি-টুয়েন্টি আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলবে দল।
গত ১ জুলাই সৌদি আরবের পথে ঢাকা ছাড়েন মুশফিক। তার আগে দেশে কেটেছে ব্যস্ত সময়। ব্যক্তিগত কাজ, ফিটনেস ট্রেনিং ও স্কিলের অনুশীলন নিয়ে সময় কেটেছে। আবার বিজ্ঞাপন শ্যুটিংয়েও ব্যস্তও ছিলেন মুশি। গত ২৫ জুন মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেন তিনি। শ্যুটিং হয় ঢাকার স্টুডিও নাইন এন হাফ এ। ২৭ জুলাই রাজধানীর এফডিসিতে নগদ ইসলামিকের শ্যুটিং করেন। মুশফিকের এই দুই বিজ্ঞাপন প্রচার হবে ঈদের আগেই টিভিতে।
Discussion about this post