বৃষ্টির দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু না হলো না। সেন্ট লুসিয়ায় সকালটা বৃষ্টিতে ভাসলেও এরপরই মাঠে গড়িয়েছে খেলা। এরপর শুধু আনুষ্ঠানিকতাটাই হলো। টেস্টের চতুর্থ দিনে যা একটু লড়লেন নুরুল হাসান সোহান। অন্যরা আগের মতোই ডুবালেন হতাশায়!
৫০ মিনিটের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজ তুলে নিল অনায়াস জয়। দ্বিতীয় টেস্ট ১০ উইকেটে জয় তুলে নিল স্বাগতিকরা। ১৩ রানের ছোট লক্ষ্য ছিল তাদের সামনে। যা ১৭ বলেই তুলে নেয় উইন্ডিজ। ২ টেস্টের সিরিজের দুটিতেই হেরে হোয়াইট ওয়াশ হলো সাকিব আল হাসানের বাংলাদেশ।
সোমবার ড্যারেন স্যামি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির জন্য নির্ধারিত সময়ের পাঁচ ঘণ্টা পর মাঠে গড়ায় বল। এরপর সেই পুরোনো দৃশ্য। টেস্টে অসহায় আত্মসমর্পন বাংলাদেশের। সোহান ঝড়ো গতিতে খেলে শুধু ইনিংস হারটাই বাঁচালেন। খালেদ আহমেদ রান আউট হয়ে গেলে ১৮৬ রানে থামে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৫০ বলে দুই ছক্কা ও ছয় চারে ৬০ রানে অপরাজিত ছিলেন সোহান।
এর ফলে টেস্ট ক্রিকেটে হারের সেঞ্চুরি করল বাংলাদেশ। এই ফরম্যাটে একশর বেশি ম্যাচ খেলা দলগুলো মধ্যে শুধু জিম্বাবুয়ে হারের সেঞ্চুরি পায়নি। ১৩৪তম টেস্ট খেলতে নেমে শততম টেস্ট হারের দেখল টাইগাররা। এত কম সময় আর এত কম ম্যাচ খেলে আর কোন দল এই অনাকাংখিত রেকর্ডে পা রাখেনি। বাংলাদেশের আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের। বাংলাদেশের চেয়ে ১০৭ ম্যাচ বেশি খেলে এমন রেকর্ড গড়ে কিউইরা। তাদের লাগে ২৪১ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪.২ ওভারে ২৩৪ (তামিম ৪৬, জয় ১০, শান্ত ২৬, এনামুল ২৩, লিটন ৫৩, সাকিব ৮, সোহান ৭, মিরাজ ৯, ইবাদত ২১*, শরিফুল ২৬, খালেদ ১; রোচ ১৫-৩-৫৭-০, সিলস ১৪.২-৪-৫৩-৩, জোসেফ ১৫-১-৫০-৩, ফিলিপ ৯-১-৩০-২, রিফার ৩-১-৬-০, মেয়ার্স ৮-০-৩৫-২)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১২৬.৩ ওভারে ৪০৮/১০ (মেয়ার্স ১৪৬, জশুয়া ২৯, জোসেফ ৬, রোচ ১৮*, ফিলিপ ৯, সিলস ৫; শরিফুল ১৯-৬-৭৬-২, খালেদ ৩১.৩-৩-১০৬-৫, সাকিব ১৮-৫-৪৬-০, ইবাদত ১৯-৬-৫৬-০, মিরাজ ৩৯-৮-৯১-৩)।
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৫ ওভারে ১৮৬/১০ (সোহান ৬০*, মিরাজ ৪, ইবাদত ০, শরিফুল ০, খালেদ ০; রোচ ১৩-১-৫৪-৩, জোসেফ ১৪-২-৫৭-৩, ফিলিপ ৫-১-২৩-০, সিলস ৮-২-২১-৩, মেয়ার্স ৫-১-২১-০)
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ্য ১৩) ২.৫ ওভারে ১৩/০ (ব্র্যাথওয়েট ৪*, ক্যাম্পবেল ৯*; ইবাদত ১.৫-০-৯-০, খালেদ ১-০-৪-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ২-০তে জয়ী ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচসেরা: কাইল মেয়ার্স
সিরিজসেরা: কাইল মেয়ার্স
Discussion about this post