জাতীয় দলের সেই নেই তিনি। পবিত্র হজ পালন করবেন তাই ছুটি নিয়েছেন মুশফিকুর রহিম। হজ যাত্রায় সৌদি আরব যাওয়ার আগে হাতে যে সময়টা আছে তা কাজে লাগাচ্ছেন তিনি। অনুশীলনের ফাঁকে এখন ব্যস্ত বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। ছুটির সময়টা বেশ কাটছে তার।
সব ঠিক থাকলে হজ পালনের উদ্দেশ্যে ১ জুলাই তার সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে মুশফিকুর রহিমদের। এর আগে বিজ্ঞাপন শ্যুটিংয়ে দেখা গেল তাকে। ২৫ জুন মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেন। শ্যুটিং হয়েছে ঢাকার স্টুডিও নাইন এন হাফ এ। সোমবার রাজধানীর এফডিসিতে নগদ ইসলামিকের শ্যুটিং করেন মুশফিখ। দুটি বিজ্ঞাপনই কুরবানির ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে।
বিজ্ঞাপনে ক্রিকেটারদের মধ্যে একচেটিয়া দাপট সাকিব আল হাসানের। কম যান না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তবে সুযোগ আসে মুশফিকেরও। ফিটনেস ট্রেনিং, স্কিল সেশন আর জিমের ফাঁকে সেই সুযোগটা কাজে লাগালেন তিনি।
এরমধ্যে মানবতার ডাকে সাড়া দিলেন মুশফিকুর রহিম। জানা গেছে, স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দলের কাছে তার এক মাসের বেতন পুরোটাই তুলে দিয়েছেন তিনি।
সিলেট ও সুনামগঞ্জ এলাকায় ত্রাণ কার্যক্রমে যুক্ত থাকা একজন স্বেচ্ছাসেবী গণমাধ্যমে বলেন, ‘দেখুন, মুশফিক ভাইয়ের কাছ থেকে আমরা ৬ লাখ টাকা পেয়েছি। দেড় হাজার পরিবারকে আমরা এই টাকা দিয়ে সহায়তা করবো। তাদের রান্না করা খাবার সরবরাহ করবো।’
Discussion about this post