কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসদের দেশে আসছে নতুন এক ক্রিকেট। চিরপরিচিত দৃশ্য পাল্টে যাচ্ছে। ক্রিস গেইল, নিকোলাস পুরানরা নিয়ে আসবেন বিনোদনের মোড়কে ঠাসা নতুন ক্রিকেট। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নতুন কিছু ভাবছে। দশ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা শুরু করবে তারা।
আর সেই প্রতিযোগিতার নাম ‘দ্য সিক্সটি’। প্রতিযোগিতার প্রধান দূত হচ্ছেন দেশটির ক্রিকেটের সেরা বিজ্ঞাপন গেইল! ক্রিকেটের রঙ, গতি ও উত্তেজনা আরও বাড়ানোর প্রয়াসে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নতুন ফরম্যাট চালুর ঘোষণা দিয়েছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যৌথ উদ্যোগে আগামী আগস্টের শেষ দিকে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে শুরু হবে ‘দ্য সিক্সটি’। ষাট বলের খেলা। এই প্রতিযোগিতার নিয়ম হলো, প্রতি দলে থাকবে ৬ ব্যাটসম্যান। ষষ্ঠ ব্যাটসম্যান আউট হলে ব্যাটিং দলের ইনিংস শেষ।
এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ক্রিকেটপ্রেমীরা। তাদের ভোটে নির্ধারিত হবে ‘মিস্ট্রি ফ্রি হিট’। তারা সেটা নির্ধারণ করবেন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে। তাদের রায়ে নির্দিষ্ট বলে আউট হয়েও বেঁচে যেতে পারেন ব্যাটসম্যান। প্রতি ব্যাটিং দলের জন্য পাওয়ার প্লে বরাদ্দ থাকবে দুই ওভার করে। ব্যাটিং দল তৃতীয় পাওয়ার প্লে পেতে পারে। এজন্য প্রথম দুই ওভারে দুটি ছক্কা মারতে হবে। সেই পাওয়ার প্লে ওভারটি নেওয়া যাবে ৩-৯ ওভারের মধ্যে।
প্রথম ৩০ বল মানে পাঁচ ওভার হবে একই প্রান্ত থেকে। পরের ৩০ বল হবে আরেক প্রান্তে। কোনো বোলার দুই ওভারের বেশি বল করতে পারবেন না। ম্যাচে স্লো ওভার রেটের শাস্তিও থাকছে। প্রথম আসরে ছয়টি পুরুষ দল ও তিনটি নারী দল অংশ নেবে। আগামী ২৪ আগস্ট শুরু হবে লড়াই। ২৮ আগস্ট ফাইনালে শেষ এই প্রতিযোগিতা।
Discussion about this post