সাকিব আল হাসান মাঠে থাকা মানেই ব্যাট কিংবা বলে ম্যাজিক। অথবা দুটোতেই। তিনি আবার টেস্ট ক্রিকেটে ফিরেছেন। আর সাফল্যও সঙ্গী হয়েছে তার। দল যেমনই করুক অ্যান্টিগা টেস্টে ব্যাটিংয়ে দুই ইনিংসেই হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। তার পথ ধরে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়ে গেলেন সাকিব। দুই ধাপ এগিয়ে দুইয়ে বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। শীর্ষে আগের মতোই ভারতের রবীন্দ্র জাদেজা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে লড়েছেন সাকিব। অ্যান্টিগায় ওই ম্যাচে দুই ইনিংসে ৫১ ও ৬৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। একটি উইকেটও নিয়েছেন। তার পথ ধরে আইসিসি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে রবিচন্দ্রন অশ্বিন ও জেসন হোল্ডারকে পেছনে ফেললেন এই মহাতারকা।
শুক্রবার শুরু সেন্ট লুসিয়া টেস্ট। সেখানে সফল হলেই হয়তো জাদেজাকে টপকে যাবেন সাকিব। সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬, জাদেজা ৩৮৫। ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে নম্বরে অশ্বিন।
এর আগে ২০১১ সালের ডিসেম্বরে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেন সাকিব। এদিকে
অ্যান্টিগায় দুই ইনিংসে ফিফটি করে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সাকিব বেশ এগিয়েছেন। ১৪ ধাপ এগিয়ে তিনি এখন আছেন ৩২তম স্থানে।
লিটন দাস দ্বাদশ স্থানে। এই সিরিজে ছুটি পাওয়া মুশফিকুর রহিম ১৭ নম্বরে। তামিম ইকবাল দুই ধাপ নেমে ৩৬ নম্বরে। দুঃসময়ে থাকা মুমিনুল হক ৭৩ নম্বরে। ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে শীর্ষে জো রুট।
বোলারদের র্যাঙ্কিংয়ে মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৬ ধাপ। তিনি আছেন ৩০ নম্বরে। বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা অবস্থানে তাইজুল ইসলাম। তিনি ২৬ নম্বরে। সাকিব ২৮তম স্থানে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স
Discussion about this post