চ্যাম্পিয়ন হিসেবে খেলতে যাওয়ার একটা চাপ তো থাকেই। সেই চাপ ধরে রেখে সাফল্য আসেনি। যুব বিশ্বকাপের ব্যর্থতার পর তাইতো বিদেশি কোচিং স্টাফের কারও সঙ্গেই চুক্তি নবায়ন করল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগেই বিদায় নিয়েছেন প্রধান কোচ নাভিদ নেওয়াজ। তিনি এখন শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচ। এবার ট্রেনার রিচার্ড স্টনিয়ারের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি।
প্রধান কোচ ও ব্যাটিং কোচের পর বিদেশি নতুন ট্রেনারও পাচ্ছে যুবারা। প্রধান কোচ হিসেবে স্টুয়ার্ট ল আর ব্যাটিং কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছে ওয়াসিম জাফরকে ।
২০২০ সালের বিশ্বকাপেেতেমন কিছুই করা হয়নি। চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়ে অষ্টম হয়ে বিশ্বকাপ শেষ করে জুনিয়র টাইগাররা। এরপরই কোচিং প্যানেলের রদবদলের কথা ভাবতে থাকে বিসিবি। হেড কোচ নাভিদ নেওয়াজ নিজেই সরে দাঁড়ান। তার জায়গায় দক্ষ একজনকেই পেয়েছে বোর্ড। অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন স্টুয়ার্ট ল। এই টিমে ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন ভারতের ওয়াসিম জাফর।
এছাড়া আগের কোচিং প্যানেলে থাকা বাকিদের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। ফিটনেস ও কন্ডিশনিং কোচ স্টয়নিসের জায়গায় নতুন কাউকে ভাবছে বিসিবি। কয়েকজনের সঙ্গে কথাও শুরু হয়ে গেছে। তবে তিনি যে বিদেশি সেটি জানিয়েছে বিসিবির একটি সূত্র।
সব মিলিয়ে নতুন ভাবনাতেই বিসিবি। খোলনলচেই পাল্টে গেলো কোচিং স্টাফ। নতুনভাবে দলটাকে জাগিয়ে তোলার জন্য চেষ্টার ত্রুটি রাখছে না বোর্ড।
Discussion about this post