ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টেই ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল। তাইতো দ্বিতীয় টেস্টের আগে শক্তি বাড়াতে চাইছে টিম ম্যানেজম্যান্ট। বাংলাদেশের পেস আক্রমণে যুক্ত হচ্ছেন শরিফুল ইসলাম। ইনজুরিতে ছিলেন তিনি। এ কারণেই রাখা হয়নি টেস্ট দলে। কিন্তু হঠাৎ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলেও ডাক মিলল শরিফুলের।
এর আগে এনামুল হক বিজয়কে অন্তর্ভুক্ত করা হয় টেস্ট দলে। আর শরিফুল ছিলেন না টেস্ট স্কোয়াডে। ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে ছিলেন এই পেসার। তাকে দলে দ্রুত ফেরানোর খবরটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার রাতেই ওয়েস্ট ক্যারিবীয় দ্বীপপুঞ্জের পথে দেশ ছাড়ার কথা শরিফুলের।
বিসিবি বিবৃতিতে লিখেছে, ‘বাঁহাতি পেসার শরিফুল ইসলাম টেস্ট দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সেন্ট লুসিয়ার উদ্দেশে আজ রাতে ঢাকা ছাড়বেন। ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ২১ বছর বয়সী এই পেসার ২০২১ সালের এপ্রিলে অভিষেকের পর থেকে বাংলাদেশের জার্সিতে খেলেছেন চারটি টেস্ট।’
চট্টগ্রামে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান শরিফুল। ইনজুরি মুক্ত হওয়ার পর তার ২৪ জুন উইন্ডিজে যাওয়ার কথা ছিল। কিন্তু টেস্ট দলে ডাক পাওয়াতে যাচ্ছেন আগেই।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের পেসারদের মধ্যে সৈয়দ খালেদ আহমেদ দুই ইনিংস মিলিয়ে তুলেছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ইবাদত হোসেন নিয়েছেন দুই উইকেট। এক উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান।
Discussion about this post