অনেকটা আচমকাই সিদ্ধান্তটা নিয়েছিলেন তিনি! টানা পাঁচ দিন মাঠে মনোযোগ ধরে রাখতে কষ্ট হচ্ছিল-এমন কারণ দেখিয়ে গত বছরের সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেটকে গুডবাই বলেন তিনি। তারপর থেকে মঈন আলি খেলে গেছেন ওয়ানডে ও টি-টুয়েন্টি ক্রিকেট। কিন্তু পাঁচদিনের সাদা পোশাকের ক্রিকেটটাকে ভুলতে পারেন নি। তাইতো ফের টেস্টে ফেরার ভাবনা মঈনের।
২০২২ সালের শেষ দিকে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। সেই সফরের টেস্ট দলে ডাক পেলে যাবেন বলে ঘোষণা দিলেন মঈন।
তিনি দলের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাজে দারুণ খুশি। এ কারণেই ৩৪ বছর বয়সী মঈন ফেরার কথা ভাবছেন। তার ক্যারিয়ারটা মন্দ নয়। ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত খেলে ২৯১৪ রান ও ৩৬.৬৬ গড়ে ১৯৫ উইকেট তুলেছেন। এ অবস্থায় বলছিলেন, ‘দেখুন, যদি ব্রেন্ডন ম্যাককালাম আমাকে দলে চান, নিশ্চয়ই পাকিস্তান সফরে খেলব আমি। সেখানে কয়েক বছর আগে পাকিস্তান সুপার লিগে খেলেছি আমি। কিন্তু এটা আর সেটা এক নয়। সেখানে আমার পরিবারের শিকড় গাঁথা আছে। ইংল্যান্ড দলের হয়ে তাই সেখানে খেলতে যাওয়াটা হবে দুর্দান্ত হবে।’
এটা অনেকের জানা-মঈনের জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে। কিন্তু তার পরিবার এসেছে পাকিস্তান থেকে। মঈনের দাদা ইংল্যান্ড পাড়ি আজাদ কাশ্মীর থেকে পাড়ি জমান ইংল্যান্ডে। পারিবারিকভাবেই ইংলিশের সঙ্গে উর্দু ও পাঞ্জাবি ভাষাটা বলতে পারেন মঈন।
সেই ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর প্রায় ছয় বছর নিরাপত্তাশঙ্কায় কোনো দল যায়নি পাকিস্তান সফরে। ২০১৫ সালে ২টি টি-টুয়েন্টি ও ৩টি ওয়ানডে খেলতে দেশটিতে যায় জিম্বাবুয়ে। এবার দেশটিতে যাচ্ছে ইংল্যান্ড দল।
Discussion about this post