এবার ক্রিকেটে মাতবে রাজশাহী। অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরীতে মুজিব শতবর্ষ গোল্ডকাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টে বসবে তারার মেলা। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা ও সেক্কুগে প্রসন্নে কেলতে আসবেন এই আয়োজনে। থাকবেন বাংলাদেশের তারকা আফিফ হোসেন-সৌম্য সরকাররাও। সোমবার থেকেই শুরু হয়েছে এই টুর্নামেন্ট।
রাজশাহী ডিভিশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রাজশাহী সিটি করপোরেশনের আয়োজনে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ৬টি দলের অংশগ্রহণে হবে মাঠের লড়াই। প্রতি দল স্থানীয় কোটায় ১৬ জন ও বিদেশি কোটায় দুজন করে ক্রিকেটার নিতে পারবে। রাজশাহী ছাড়া সব জেলার খেলোয়াড় বিদেশি কোটায় থাকবে।
টুর্নামেন্টে ন্যাশনটেক ক্রিকেটার্সের হয়ে খেলবেন নাঈম ইসলাম, জিয়াউর রহমান। দলটির আইকন সানজামুল ইসলাম। একই দলে রয়েছেন সাব্বির রহমান। সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলবেন ফাইটার্স রাজশাহীর হয়ে। দলটির আইকন ক্রিকেটার সাকলাইন সজীব। রাইমা রেঞ্জার্সে মিজানুর রহমান। এই দলে আছেন পেরেরা ও আফিফ হোসেন।
শহিদ শামসুল আলম স্মৃতি সংসদে খেলবেন প্রসান্না। মেহেদি মারুফ আর নাহিদুল ইসলামের সঙ্গে চুক্তি করেছে দলটি। দলে আছেন অনূর্ধ্ব-১৯ দলের অলরাউন্ডার মেহরাব হোসেন। সেন্টিনেলস এসবিআইয়ের হয়ে খেলবেন আলামিন জুনিয়র ও মনির হোসেন। তাদের আইকন ক্রিকেটার পেসার শফিউল ইসলাম।
টুর্নামেন্টের দলগুলো হলো শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ, সেস্টিনেলস, মুক্তি সংঘ, রাইমা রেঞ্জার্স, ন্যাশনটেক ক্রিকেটার্স ও ফাইটার রাজশাহী। প্রতিদিন দুটি করে খেলা হবে। ৬টি দল সিঙ্গেল লিগ পদ্ধতিতে একে অপরের সঙ্গে লড়বে!
Discussion about this post