কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২১ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন শারমিন আক্তার সুপ্তা। নিরপেক্ষ জুরিবোর্ডের বিচারে তিনি পেছনে ফেলেন, যার নৈপুণ্যে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই খেলার টিকেট পেয়েছে, সেই তপু বর্মনকে এবং আরচারি বিশ্বকাপের মিশ্র রিকার্ভ দ্বৈতে রুপা জেতা আরচার দিয়া সিদ্দিকীকে।
মাঠে ধারাবাহিক পারফরম্যান্সেই এই স্বীকৃতি পেলেন মিরাজ। ২০২১ সালে মিরাজ খেলেছেন ৭ টেস্টে ১২ ইনিংসে বোলিং করে নেন ২৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট একবার। প্রথম টেস্ট শতকের দেখা পেয়েছেন, ১২ ইনিংসে রান করেন ৩১৯, এর মধ্যে একটি অর্ধশতকের ইনিংসও ছিল। ১১ ওয়ানডে ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন।
দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড-এ বছরের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়ের পুরস্কার জিতে নিলে ফুটবলার তপু বর্মন।
এছাড়া পুরস্কার পেলেন উদীয়মান ক্রীড়াবিদ- রিতু আক্তার (অ্যাথলেটিক্স), আলী কাদের হক (জিমন্যাস্টিকস), শরিফুল ইসলাম (ক্রিকেটার), বর্ষসেরা নারী ক্রিকেটার: শারমিন আক্তার সুপ্তা, বর্ষসেরা ফুটবলার: তপু বর্মন, বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ, বর্ষসেরা বডিবিল্ডার: মাকসুদা আক্তার মৌ, বর্ষসেরা সাইক্লিস্ট: ফয়সাল হোসেন, বর্ষসেরা হকি খেলোয়াড়: সোহনুর রহমান সবুজ, বর্ষসেরা আর্চার: দিয়া সিদ্দিকী।
বর্ষসেরা কোচ: অস্কার ব্রুজন, সেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা, সক্রিয় সংস্থা: দাবা ফেডারেশন, তৃণমূলের সংগঠক: আকবর আলী (কোচ), আমীর বাবু (কোচ, মাদারীপুর), বিশেষ সম্মাননা: আবদুল গাফফার, বর্ষসেরা স্পন্সর: আমরা নেটওয়ার্ক লিমিটেড এবং বিশেষ সংবর্ধনা দেওয়া হয় গত বছর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলকে।
শুক্রবার কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনের তারার মেলা বসে ইন্টারকন্টিনেন্টালে। বিভিন্ন খেলার সাবেক-বর্তমান তারকারা ছাড়াও যেখানে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, শফিকুল ইসলাম মানিক, কায়সার হামিদ, গোলাম গাউস, মাসুদ রানা, আরমান মিয়া, জাহিদ হাসান এমিলি, সাবেক ক্রিকেটার এএসএম রাকিবুল হোসেন, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, হাসিবুল হোসেন শান্ত, সানোয়ার হোসেন, ক্রিকেট কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত তৃণমূলের পুরস্কারজয়ী কোচ আকবর আলী ও বিএসপিএর সদস্য উত্তম কুমার মজুমদারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আকবর আলীর পুরস্কার নিয়েছেন তার হাতে গড়া জাতীয় দলের তারকা ফুটবলার সাবিনা খাতুন ও মাশুরা পারভীন।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ব ক্রীড়া সাংবাদিক সংস্থার এশিয়া অঞ্চলের (এআইপিএস) সহ সভাপতি জনাব সহ-সভাপতি মোহাম্মদ হিজিজি, মহাসচিব আমজাদ আজিজ মালিক ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ডিরেক্টর, হেড অব অপারেশন্স মালিক মোহাম্মদ সাঈদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) সভাপতি জনাব সনৎ বাবলা।
দেশের ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংশ্লিষ্টদের পুরস্কৃত করার ধারা চালু হয়।
Discussion about this post