এই মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে চূড়ান্ত হলো বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি। আট বছর পর সেন্ট লুসিয়ায় টেস্ট খেলবে টাইগাররা। অন্য টেস্ট ম্যাচটি হবে অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে।
২০১৮ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টিও খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। টেস্ট সিরিজের জন্য ক্রিকেটারদের প্রথম অংশ যাত্রা করবে শুক্রবার। ৫, ৬ ও ৮ জুন যাবে দলের অন্যরা।
১৬ জুন অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন থেকে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের সময়সূচি
তারিখ ম্যাচ বাংলাদেশ সময় ভেন্যু
১৬-২০ জুন প্রথম টেস্ট রাত ৮টা অ্যান্টিগা
২৪-২৮ জুন দ্বিতীয় টেস্ট রাত ৮টা সেন্ট লুসিয়া
২ জুলাই প্রথম টি-টুয়েন্টি দিবাগত রাত ২টা ডমিনিকা
৩ জুলাই দ্বিতীয়-টুয়েন্টি দিবাগত রাত ২টা ডমিনিকা
৭ জুলাই তৃতীয় টি-টুয়েন্টি দিবাগত রাত ২টা গায়ানা
১০ জুলাই প্রথম ওয়ানডে রাত ১১টা গায়ানা
১৩ জুলাই দ্বিতীয় ওয়ানডে রাত ১১টা গায়ানা
১৬ জুলাই তৃতীয় ওয়ানডে রাত ১১টা গায়ানা
Discussion about this post