তিনি এবার নতুন ভূমিকায়। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হয়ে নতুন মিশনে এসেছেন। সেই কাজটা করে যাচ্ছেন। এর ফাঁকে এবার ফুসরত মিলতেই কোচদের কোচও বনে গেলেন জেমি সিডন্স। অবশ্য যাদের সঙ্গে কাজ করছেন তারা অনেক আগে থেকেই তার শিষ্য। এটা তো ক্রিকেটপ্রেমীদের জানা একসময় বাংলাদেশের প্রধান কোচ ছিলেন সিডন্স।
সিডন্সের অনেক শিষ্যই নাম লিখিয়েছেন কোচিংয়ে। যে তালিকায় আছেন আফতাব আহমেদ, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, তুষার ইমরান এখন কোচিংয়ে নাম লিখিয়েছেন। আফতাব তো দক্ষতার সঙ্গে দ্বায়িত্ব পালন করলেন লিজেন্ডস অব রূপগঞ্জের। শেষ হওয়া মৌসুমে তার কোচিংয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে রানার্স আপ হয়েছে মাশরাফি বিন মর্তুজার রূপগঞ্জ।
মিরপুরে বিসিবির অধীনে লেভেল-২ কোচিং কোর্স করছেন তারা। একদিন আগে স্পিন কোচ রঙ্গনা হেরাথ তাদের একটি সেশন করেন। সোমবার কোচিং সেশন নিলেন সিডন্স।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এনিয়ে বলেন, ‘দেখুন, এটা আগেই পরিকল্পনা ছিল। হেরাথ ওয়েস্ট ইন্ডিজে যেতে পারছে না তার একটা ব্যক্তিগত কাজের জন্য। ওকে অস্ট্রেলিয়া যেতে হবে, সেখানে থাকতে হবে। ইমিগ্রেশনের একটা ব্যাপার আছে। ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছে না বলে বলেছে আমি এখানে কিছু দিন সময় দিব। এই সময়টা আমরা কাজে লাগাতে চাচ্ছিলাম। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে স্পিন ক্যাম্পের ব্যবস্থা করেছি।’
সঙ্গে জালাল আরও যোগ করলেন, ‘সিডন্সও এভেইলেবল ছিল। ও এখান থেকে সরাসরি ইংল্যান্ড হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাবে। আগেই পরিকল্পনা ছিল তাদের দিয়ে কাজ করানোর জন্য।’
আফতাবদের সঙ্গে কাজ করে খুশি সিডন্সও। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পেজ থেকে সিডন্স লিখলেন, ‘আমাদের দেশের সেরা কোচদের সঙ্গেকোচিং সেশন। ডলার, আফতাব, নাজমুল, রাসেল, তুষারের মত সাবেক খেলোয়াড়দের পেয়ে ভালো লাগছে আমার। এখনো তারা দেশের ক্রিকেটে অবদান রাখছে দেখে ভালো লাগছে।’
সামনেই বাংলাদেশ দল যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ৫ জুন দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টুয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে টেস্ট সিরিজের দুই ম্যাচ হবে ১৬ ও ২৪ জুন। প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগা। দ্বিতীয় টেস্ট সেন্ট লুসিয়ায়। সফরে টি-টুয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২, ৩ ও ৭ জুলাই। প্রথম দুই ম্যাচ হবে ডমিনিকায়, শেষ ম্যাচ হবে গায়ানায়। এই ভেন্যুতেই আগামী ১০, ১৩ ও ১৬ জুলাই তিন ওয়ানডে। ব্যস্ততা বাড়বে তখন সিডন্সের!
Discussion about this post