চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি হলো না বাংলাদেশের। অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনটা রাঙাল শ্রীলঙ্কা। ৯০ ওভার শেষে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান। টস জিতে ব্যাট করতে নেমে দিনটা ভাল কাটল তাদের।
অথচ রোববার সকালে দিনের প্রথম সেশনেই বঙেলাদেশ পেয়েছিল ২ উইকেট। কিন্তু দুই ওপেনারকে দ্রুত ফেরালেও দিনটা ভাল হলো না মুমিনুল হকদের। দারুণ এক শতরানে অ্যাঞ্জেলো ম্যাথুজ এগিয়ে নিলেন লঙ্কানদের। ২১৩ বলে ১৪ চার ও এক ছক্কায় ১১৪ রানে তুলেন তিনি। ৭৭ বলে দুই ছক্কায় দিনেশ চান্দিমালের করেন ৩৪ রান।
ম্যাচে বাংলাদেশের সফল বোলার ১৬ ওভারে ৭১ রান নিয়ে ২ উইকেট নেন অফ স্পিনার নাঈম হাসান। সফল ছিলেন সাকিব আল হাসানও। শঙ্কা কাটিয়ে মাঠে ফিরে তিনি সফল। ১৯ ওভারে মাত্র ২৭ রান দিয়ে নেন এক উইকেট। আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ৩১ ওভারে ৭৩ রান তুলেছেন ১ উইকেট। কঠিন কঠিন পরিস্থিতিতে প্রথম দিনটি শেষ হলো টাইগারদের।
যদিও ম্যাচে প্রথম সেশনে দুই ওপেনারকে চটজলদি বিদায় করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে লড়েন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কুসল মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে ম্যাথুজ পেলেন তার প্রথম টেস্ট সেঞ্চুরি। আগের সেরা ৮৬ ছাপিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি।
১৮৩ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি তুলেন ম্যাথুজ। তার ফিফটি আসে ১১১ বলে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ মাতলেন সাকিব বন্দনায়। বলেন, ‘সাকিবের মানের ক্রিকেটার খুব বেশি নেই। সে হয়তো কোনো অনুশীলন করেনি। কিন্তু আজ তার প্রথম বলটি ছিল নিখুঁত। যা এক কথায় অসাধারণ। আমাদেরও তার ওপর অনেক আস্থা। সাকিব থাকলে দলের মধ্যে ভালো একটা ভারসাম্য তৈরি হয়।’
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯০ ওভারে ২৫৮/৪ (ওশাদা ৩৬, করুনারত্নে ৯, কুসল মেন্ডিস ৫৪, ম্যাথিউস ১১৪*, ধনাঞ্জয়া ৬, চান্দিমাল ৩৪*; শরিফুল ১৩-১-৩৮-০, খালেদ ১১-১-৪৫-০, নাঈম ১৬-২-৭০-২, তাইজুল ৩১-৮-৭৩-১, সাকিব ১৯-৭-২৭-১)।
# চট্টগ্রাম টেস্ট প্রথম দিন শেষে










Discussion about this post