অস্ট্রেলিয়ান ক্রিকেটে একের পর এক দুঃসংবাদ! দেশটির ক্রিকেট পরিবারের জন্য দুঃসহ সময় যেন কাটছে। শেন ওয়ার্ন ও রড মার্শের মৃত্যুর রেশ না কাটতেই এবার চলে গেলেন আরেক মহাতারকা। সাবেক অজি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া রোববার দিয়েছে এই দুঃসংবাদ।
এই বছরেরই ৪ মার্চ একই দিনে মারা যান মার্শ ও ওয়ার্ন। এবার চলে গেলেন সাইমন্ডস। শনিবার রাতে কুইন্সল্যান্ড রাজ্যে টাউন্সভিল শহরের কাছে গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন তিনি। টাউন্সভিল শহরের ৫০ কিলোমিটার দূরে দুর্ঘটনাটি ঘটে। তাতেই প্রাণ হারান ৪৬ বছর বয়সী সাইমন্ডস।
অস্ট্রেলিয়ার হয়ে দুইবার ওয়ানডে বিশ্বকাপ জেতা ক্রিকেটার তিনি। সাইমন্ডস কুইন্সল্যান্ডে নিজ গাড়ি চালাচ্ছিলেন। হারভি রেঞ্জ রোডের কাছে আ্যালিস রিভার ব্রিজ থেকে বামে বাঁক নেওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। এ সময় গাড়িতে একা ছিলেন সাইমন্ডস!
তারপরই দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। স্ত্রী লরা ও দুই শিশু সন্তান ক্লোয়ি ও বিলিকে রেখে গেছেন সাইমন্ডস।
১৯৯৮ থেকে ২০০৯ অব্দি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন সাইমন্ডস। ২৬ টেস্ট, ১৪ টি-টুয়েন্টি ও ১৯৮ ওয়ানডের ক্যারিয়ার। ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ওয়ানডেতে তার রান ৫০৮৮। নিয়েছেন ১৩৩ উইকেট। টেস্টে দু’টি শতরান-সহ ১৪৬২ রান করেন সাইমন্ডস। নেন ২৪ উইকেট।
তার জন্ম ১৯৭৫ সালের ৯ জুন, ইংল্যান্ডের বার্মিংহামে। তাকে তিন মাস বয়সে তাকে দত্তক নেন এক অস্ট্রেলিয়ান দম্পতি। তারপরই অস্ট্রেলিয়া হয় নতুন ঠিকানা। জন্মভূমি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও খেলতেন নিয়মিত। তবে শেষ অব্দি বেছে নে অস্ট্রেলিয়াকেই। ব্যাট হাতে তিনি ছিলেন বিধ্বংসী, ভয়ডরহীন। রাজার মতোই খেলে গেছেন। এবার সব স্মৃতি পেছনে ফেলে চলে গেলেন চিরতরে!
Discussion about this post