ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সমুদ্র উত্তাল। দেশের অনেক জায়গাতেই মঙ্গলবার দিনভর বৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচেও। বৃষ্টিতে প্রথম দিন ভেসে গেছে। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৮.৩ ওভার। ৫১ বলেই শেষ এদিনের প্রস্তুতি।
বেরসিক বৃষ্টির কারণে বেলা ২টা ২৫ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি। সকাল ১০টায় বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলা শুরু হয়। যেখানে টস জিত ব্যাটিং নেয় শ্রীলঙ্কান দল। কিন্তু এরপর বৃষ্টিতে সকাল ১০টা ৪০ মিনিটে বন্ধ হয় খেলা। তখন বিসিবি একাদশের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১৪ রানে ১ উইকেট। অধিনায়ক দিমুথ করুনারত্নের একমাত্র উইকেট তুলেছেন তরুণ মুকিদুল ইসলাম মুগ্ধ।
বৃষ্টির বাধায় খেলা না হওয়ায় হতাশ নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘খেলা হলে ভালো হতো। ছেলেদের দেখা যেতো। কিন্তু আবহাওয়ার ওপর কারো হাত নেই। আরও একদিন বাকি আছে, দেখা যাক কী হয়।’
ম্যাচ শুরুর ৮.২ ওভার খেলা হওয়ার পর শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি প্রথম সেশনের বিরতির পর থামলেও মাঠ প্রস্তুতের কাজ শুরু করলে ফের বৃষ্টি নেমে আসে বিকেএসপিতে। এরপর আর বৃষ্টি না থামালে দুপুর ২.২৫টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা।
লঙ্কান দল ১৩ মে সফরকারী দল যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
Discussion about this post