বৃষ্টিস্নাত দিনে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ছুটির আমেজে অনেকেই ছুটে গেছেন প্রিয়জনের কাছে, গ্রামের বাড়িতে। সেই তালিকায় আছেন ক্রিকেটাররাও। মঙ্গলবার ঈদের আনন্দে মেতেছেন তারাও। সেই আনন্দঘন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ভক্তদের জানালেন শুভেচ্ছা!
ছুটি কাটাতে গ্রামে গেছেন মেহেদী হাসান মিরাজ। ছেলের সঙ্গে ছবি পোস্ট করে স্পিন অলরাউন্ডার লিখেছেন, ‘আল্লাহ আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কবুল করুন। সবাইকে ঈদ মোবারক।’ বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। আমাদের জন্য দোয়া করবেন।’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভিডিও পোস্টে শুভেচ্ছা জানিয়েবিলেছেন, ‘সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। ঈদ হোক সবার জন্য আনন্দময় আর ঈদ কাটুক সুস্থতায় এই শুভ কামনায়- ঈদ মোবারক।’
টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই ঈদ উল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক আনন্দ ও সুখ, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরছি। চলুন নিরাপদে একে অন্যের সঙ্গে আমরা ঈদ উদযাপন করি।’
সাকিব আল হাসান একদিন আগেই ভক্তদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে শুভেচ্ছা জানিয়ে সাকিব বলেছেন, ‘সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। এই ঈদ বয়ে আনুক আমাদের সকলের হৃদয়ে খুশি ও সহমর্মিতার অনুভূতি। সকল ব্যর্থতা ভুলে চলুন এই ঈদে সকলে এগিয়ে যাই সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে। পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’ এর সঙ্গে গ্রাফিকসে করা একটি ছবিও পোস্ট করেছেন সাকিব, যা দেখে বোঝা যায় বোলারের বোলিং অ্যাকশনের প্রতিচ্ছবিটা তাঁর। ছবিতে লেখা, সবাইকে শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদের শুভেচ্ছা।
টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন ‘ঈদ মোবারক’।
Discussion about this post