জাতীয় দল থেকে তিনি ছিটকে গেছেন আগেই। সহসা দরজা খুলবে সেই সম্ভাবনাও কম। তবে ঘরোয়া ক্রিকেট নিয়ে ঠিকই লড়াই চালিয়ে যাচ্ছেন নাসির হোসেন। এখন সেই ব্যস্ততাও শেষ। হাতে অফুরন্ত অবসর সময়! তবে সময়টা বসে থেকে কাটাচ্ছেন না জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার। ছুটিতে স্ত্রী আর পুত্র সন্তানকে নিয়ে চলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
এটি ছেলের সঙ্গে তার প্রথম ঈদ। গত মাসেই তো বাবা হলেন প্রথমবারের মতো। প্রথম ঈদে তাইতো ভক্তদের সঙ্গে সন্তান নিয়ে সেই আনন্দ মুহূর্ত ভাগাভাগি করে নিয়েছেন নাসির। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল ভেরিফাইড পেজে চারটি ছবিও তুলে ধরলেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড থেকে পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে পাঞ্জাবি গায়ে নাসির ও তার পুত্র। নাসির লিখলেন, ‘আমার জীবনের শ্রেষ্ঠ ঈদ। আমি আশীর্বাদপুষ্ট, আলহামদুলিল্লাহ, ঈদ মোবারক।’
কমেন্টসে অনেকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছেন নাসিরকে। যেখানে তারকা ক্রিকেটার রুবেল হোসেন শুভেচ্ছা জানিয়ে লিখলেন, ‘কংগ্রাচুলেশন ব্রাদার, তোমার নতুন জীবন আরো সুন্দর হোক।’
এই বছরের ৮ এপ্রিলে বাবা হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই তারকা। স্ত্রী তামিমা সুলতানা তাম্মীর কোলে এসেছে ফুটফুটে এক পুত্র সন্তান। ছেলের নাম রেখেছেন মানাফ। এর আগে গত বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে রাজধানীর উত্তরার এক রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তামিমাকে বিয়ে করে ঘরে তুলেন নাসির হোসেন।
Discussion about this post