৮ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। একইদিন অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দলও। জাতীয় দলের ক্যাম্প হবে চট্টগ্রামে। ৮ মে রিপোর্টিং করতে বলা হয়েছে মুমিনুল হকদের। ওই দলই পুরো দল চলে যাবে বন্দরনগরী চট্টগ্রামে। তবে প্রথম দিনই মাঠে নামবেন না তারা। একদিন বাদে নামবেন মাঠে।
ক্রিকেটারদের ক্যাম্প শুরুর একদিন আগে মানে ৭ মে ঢাকা পা রাখার কথা দলের কোচিং স্টাফদের।এমনিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছেন। আর কোচিং স্টাফরা ফিরে যান দেশে। এখন সবারই ঈদের ছুটি।
শ্রীলঙ্কান ক্রিকেট দল বাংলাদেশ আসবে ৮ মে সকালে। একইদিন বিশ্রাম নিয়ে পরদিন মাঠে নামবে দলটি। মিরপুরে তাদের অনুশীলন হবে ১০টা থেকে ১টা অব্দি। এরপর বিকেএসপিতে ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
লঙ্কান দল ১৩ মে সফরকারী দল যাবে চট্টগ্রামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শহিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম (ফিটনেস প্রমাণ সাপেক্ষে)।
Discussion about this post