মানবতার ডাকে বারবারই সাড়া দেন তিনি। তবে বেশিরভাগ সময়ই ব্যাপারগুলো গোপন রাখতে চান সাকিব আল হাসান। লোক দেখানো উপহারে অনীহা আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তারপরও খবরটি গোপন থাকেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ১০ লাখ টাকা পাঠালেন সাকিব। টাকাটা ঈদ উপহার হিসেবে পাঠিয়েছেন।
এই টাকা পাবেন বিসিবির নিম্ন পদে কাজ করা কর্মীরা। সেই তালিকায় রয়েছেন অফিস সহকারী, পরিচ্ছন্নতা কর্মী আর মাঠকর্মীরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, টাকা পাঠিয়ে সাকিব বলে দিয়েছেন যে, যেন স্টাফদের মধ্যে সমানভাবে বন্টন করা হয়। কারা এই উপহার পাবেন সেটিও নির্ধারণ করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার।
অবশ্য সাকিবের পাঠানো এমন ঈদ উপহার বিসিবি’র স্টাফদের জন্য প্রথম নয়। এর আগেও নানা সময়ে তারকা ক্রিকেটারদের অনেকেই নিয়মিত ঈদ উপলক্ষে বড় অঙ্কের উপহার পাঠিয়েছেন। এই কাজটি প্রাতিষ্ঠানিকভাবে করা সহজ বলেই হয়তো নিজে এসে সবার হাতে উপহার তুলে না দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়েছেন বিসিবির হাতে।
চলতি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলছেন সাকিব। ব্যাটে-বলে দুটোতেই সাফল্য পাচ্ছেন তিনি। ঈদের পরই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন তিনি।
Discussion about this post