আগের দুই ইনিংসে ঠিক নিজেকে মেলে ধরতে পারেন নি। বল হাতে সাফল্য নিয়ে মাঠ ছেড়েছেন। কিন্তু এবার সাকিব আল হাসান ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের সুপার লিগে কথা বলল সাব্বির রহমানের ব্যাটও। যদিও ১০ রানের জন্য শতরান পেলেন না তিনি।
সাভারের বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচে নেমে রীতিমতো টর্নেডো দেখা গেল রূপগঞ্জ তারকা সাকিবের ব্যাটে। প্রতিপক্ষের বোলারদের আক্রমণ তছনছ করে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি করেন সাকিব। সাব্বির রহমানের ব্যাট থেকে আসে ৯০ রান। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে রূপগঞ্জ তুলল ২৯৩ রান।
রূপগঞ্জের হয়ে আগে সাকিব দুই ম্যাচে করেন মাত্র ২১ ও ৮ রান। কিন্তু নিজের তৃতীয় ম্যাচে এসে মোহামেডান ছেড়ে রূপগঞ্জে নাম লেখানো সাকিব শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বোলারদের শাসন করে মাত্র ২১ বলে অর্ধশতক তুলেন। আর ফেরেন ২৬ বলে ৫৯ রানে। এটি তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৫৯তম ফিফটি। ২২৭ প্রায় স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ৬টি চারের সঙ্গে ছক্কা ৩টি। এই ইনিংস খেলার পথে লিস্ট এ ক্রিকেটে আট হাজার রানের মাইলফলক পেরিয়ে যান তিনি!
এদিন দাপট দেখালেন সাব্বির রহমানও। ১০ রানের আক্ষেপে পুড়ে ৯০ রানে ফেরেন এই লিজেন্ডস তারকা। ৫৩ বলে অর্ধশতক পূরণ করেন সাব্বির। তার ৮৩ বলের ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৩টি ছয়ের মার। রকিবুল হাসানের ৪৭ ও নাঈম ইসলাম ৪২ রান করেন।
Discussion about this post