দুই বন্ধুর ফাইনাল। দুই সেরা দল ফাইনালে। বছরের শেষদিনে আম্বার কাপ বিজয় দিবস টি-টুয়েন্টি টুর্নামেন্টের জমজমাট ফাইনালের অপেক্ষায় যারা ছিলেন তারা বেশ ঠকেছেন। প্রাইম ব্যাংকের ১৭৪ রানের জবাবে ইউসিবি-বিসিবি একাদশ শেষ মাত্র ১১৯ রানে। ৫৫ রানের বিশাল ব্যবধানে এই ফলই জানিয়ে দিচ্ছে-মোটেও জমেনি এই ফাইনাল। একপেশে, একতরফা ফাইনালে জিতে ট্রফি হাতে নিয়ে হাসলেন সাকিব আল হাসান। আর ফাইনালে হারের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও গুনতে হল তামিম ইকবালকে।
প্রাইম ব্যাংকের ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমেই তামিম ইকবাল মাত্র ২ রানে আউট। নিজের বলে ক্যাচটা ধরলেন সোহাগ গাজী। তবে তামিমের দাবি বলটা তার ব্যাটে লাগেনি। প্যাডে লেগে ক্যাচ উঠে। অথচ আম্পায়ার তাকে ‘ভুল’ আউট দিয়েছেন। প্রতিবাদ হিসেবে তামিম এইসময় বেশ খানিকক্ষণ উইকেটে দাড়িয়েছিলেন। মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান। ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার পরে ম্যাচরেফারির কাছে তামিমের এই আচরনের বিষয়ে অভিযোগ জানান। ম্যাচরেফারি শুনানি শেষে তামিমকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
জয়ের জন্য ১৭৫ রানের পিছু তাড়া করতে নেমে ইউসিবি কোন সময় ম্যাচ জয়ের ন্যূততম সম্ভাবনাও জাগাতে পারেনি। ব্যাটসম্যানদের কেউ ইনিংস বড় করতে পারেননি।
দুপুরে টসে জিতে প্রাইম ব্যাংক অধিনায়ক সাকিব আল হাসান ব্যাটিং বেছে নেন। ২০ ওভারে দলের ১৭৪ রানের স্কোরে ওপেনার লিটন দাসের যোগাড়টাই সর্বোচ্চ। ৩৯ বলে ২ ছক্কা ও ৬ বাউন্ডারির সাহায্যে লিটস দাস ৬২ রান করেন। ফাইনালে উভয় দলের আর কেউ হাফসেঞ্চুরিও পাননি।
সংক্ষিপ্ত স্কোর-
প্রাইম ব্যাংক: ১৭৪/৬ (২০ ওভারে, এনামুল ২৭, লিটন দাস ৬২, সাকিব ১৪, রুম্মান ২৫, অলক ১৮, আল আমিন ৩/৩১, মুক্তার আলী ২/৩১)।
ইউসিবি: ১১৯/৮ (২০ ওভারে, রনি তালুকদার ৩২, ইমরুল ২৩, মার্শাল ২১*, তাইজুল ২/২১, রুবেল ১/১৮)।
ফাইনাল সেরা: রুবেল হোসেন
টুর্নামেন্ট সেরা: এনামুল হক বিজয়
Discussion about this post