আগের ম্যাচেই গড়েছেন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দল পেয়েছে দারুণ এক জয়। সেই সাফল্যের রেশ নিয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ দল। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে রোববার দ্বিতীয় ওয়ানডেতে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি তামিম ইকবালের দল।
তার আগে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ৩৩ পেরিয়ে ৩৪ এ পা রাখলেন। দেশসেরা ওপেনারের জন্মদিনে দল কী পাবে জয়? এই ম্যাচের আগে মুশফিকুর রহিম শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখলেন, ‘শুভ জন্মদিন তামিম ইকবাল। তোমার ক্যারিয়ারে আরো অনেক বেশি সফল হও এবং ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে। সবসময় তোমার সুস্বাস্থ্য ও সুখী জীবনের শুভ কামনা।’
সেঞ্চুরিয়নে পিঙ্ক জার্সিতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। স্তন ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য এই জার্সিতে খেলতে নামবে তারা। গোলাপী জার্সিতে মাঠে নামলেই অপ্রতিরোধ্য হয়ে উঠে তারা। এই জার্সিতে ৯ ম্যাচের সাতটিতেই জিতেছে। টস হেরে নেমে দাপটই তাদের। বাংলাদেশ ৮ রান তুলতেই হারিয়েছে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে। জন্মদিনে ১ রানে ফিরলেন তামিম। আগের ম্যাচের সেরা সাকিব কোন রান না তুলেই আউট।
এই ম্যাচে উইনিং কম্বিনেশনটাই রেখেছে বাংলাদেশ। টানা পাঁচ ম্যাচে একই একাদশ নিয়ে খেলছে টাইগাররা। সুযোগের জন্য তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের অপেক্ষা বাড়ল। অন্যদিকে অসুস্থতার জন্য প্রথম ওয়ানডেতে না খেলা কিপার-ওপেনার কুইন্টন ডি কক ফিরলেন একাদশে। জায়গা পেলেন ওয়েইন পার্নেল ও তাবরাইজ শামসি। বাদ পড়েলেন এইডেন মারক্রাম, মার্কো ইয়ানসেন ও আন্দিলে ফেলুকওয়ায়ো।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, কুইন্টন ডি কক, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়েইন পার্নেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা
Discussion about this post