গত কয়েক বছর ধরেই লড়ে যাচ্ছেন তিনি। দেশে-দেশের বাইরে চলছিল চিকিৎসা। মাঝে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন মোশরাররফ হোসেন রুবেল। কিন্তু ফের শারীরিক জটিলতা দেখা দেয়ায় সোমবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় দলের স্পিনারকে। নেওয়া হয় আইসিইউতে।
তবে স্বস্তির খবর আইসিইউতে ভর্তির পর জ্ঞান ফিরেছে রুবেলের। যদিও শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আরও দু-তিন দিন আইসিইউতে থাকতে হতে পারে তার। রক্তে সোডিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে ডিহাইড্রেশন ও কিডনির ক্রিয়েটিরিন বেড়ে যাওয়ায় শারীরিক পরিস্থিতির অবনতি হয়।
মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী ফারহানা রূপা চৈতি গণমাধ্যমে বলেন, ‘এখনও আইসিইউতেই ওনাকে রাখা হয়েছে। গতকাল তো জ্ঞান একেবারেই ছিল না, আজকে চোখ মেলে তাকাচ্ছেন। কিন্তু কোনো রেসপন্স করছেন না। চেন্নাই থেকে অপারেশন করে আসার পর গত এক দেড় মাস যাবত খেতে পারছিলেন না। প্রচুর ডিহাইড্রেশন হয়েছে ও রক্তে সোডিয়ামের পরিমাণটা বেড়ে গেছে।’
২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। তারপর প্রায় দেড় বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেন। কিন্তু এই বছরের জানুয়ারিতে এমআরআইয়ে জানতে পারেন যে টিউমারটি আবার বাড়তে শুরু করে। তারপর থেকে চলছে কেমোথেরাপি। ২৪টি কেমোথেরাপি নিয়েছেন ৩৯ বছর বয়সী রুবেল।
Discussion about this post