একটুর জন্য আক্ষেপে পুড়লেন তিনি। আর ৮ রান হলেই তো শতরানের দেখা পেতেন নাঈম ইসলাম। কিন্তু ফিরলেন ৯২ রানে। তার এই ইনিংসের সঙ্গে সাব্বির রহমান তুলেছেন ঝড়ো। এই পথ ধরে লিজেন্ডস অব রূপগঞ্জ পেয়েছে বড় পুঁজি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয় লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। যেখানে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৯১ রান তুলেছে রূপগঞ্জ।
সাবেক চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন নাঈম। তার ১১৪ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ১টি ছয়। ৪৯তম ওভারে এসে আউট হন তিনি। তার আগে ৭৫ বলে করেন অর্ধশতক।
তার পাশাপাশি সাব্বির মেলে ধরেন নিজেকে। নাঈমের সঙ্গে পঞ্চম উইকেটে ৩১ বলে তুলেন ৫০। শেষ অব্দি ২৫ বলে ৫টি চার ও ১টি ছয়ে করেন ৪২ রান। রবিউল করেন ৪৬ রানে। তার আগে নাঈমের সঙ্গে জুটি বেঁধে করেন ৮৩ রান। ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানি করেন ৪৪ বলে ৪৭। তানভীর হায়দার ৭ ও মেহেদী হাসান রানা ১ রানে অপরাজিত।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন কাজী অনিক ইসলাম। ২ উইকেট নেন আলমগীর হোসেন।
Discussion about this post