অবশেষে সব গুঞ্জন আর বিতর্কের অবসান। হেসে উঠল বাংলাদেশ ক্রিকেট। অনেক নাটকীয়তা শেষে জানা গেল-দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার শনিবার জানিয়েছেন তিনি খেলবেন এই সিরিজে। শনিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভবনে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তিনি। এর আগে সাকিবকে দুই মাসের ছুটি দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।
সদ্যই সাকিব জানিয়েছিলেন, তিনি শারিরীক ও মানসিকভাবে ক্রিকেট খেলার জন্য ফিট না। পরে তার সঙ্গে আলোচনা করে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়ার কথা জানায় বিসিবি। সেই দৃশ্যপট ৪৮ ঘন্টা না পেরোতেই পাল্টে গেল! শনিবার বিসিবি সভাপতি জানালেন, রোববার রাতে দক্ষিণ আফ্রিকার পথে ঢাকা ছাড়বেন সাকিব। আর খেলবেন দুই ফরম্যাটেই।
গণমাধ্যমে শনিবার দুপুরে সাকিব বলেন, ‘দেখুন, পাপন ভাইর সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।’
বিসিবি সভাপতিও নিশ্চিত করলেন, রোববার রাতে দক্ষিণ আফ্রিকায় যাচ্ছেন সাকিব। আর সেখানে খেলবেন সবগুলো ম্যাচ। যদি ওখানে গিয়ে কোনো ম্যাচে বিশ্রাম চান তাহলে বিশ্রামও দেওয়া হতে পারে এই তারকা ক্রিকেটারকে। বৃহস্পতিবার রাতেই দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। আগামী ১৮, ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে এই ম্যাচ তিনটি। তারপরই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ। আগামী ৩১ মার্চ শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৮ এপ্রিল।
ওয়ানডে দল
তামিম ইকবাল খান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও সৈয়দ খালেদ আহমেদ।
টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।
Discussion about this post