বাংলাদেশ ক্রিকেটে বরাবরই এক আলোচিত নাম সাকিব আল হাসান। যিনি এখন ৫৩ দিনের ছুটি পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে। মানসিক আর শারীরিক অবসাদকে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপরই বিসিবি ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরণের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে ও টেস্ট দলে দেখা যাবে না সাকিবকে। তাইতো পেসার তাসকিন আহমেদ জানালেন, তিনি মিস করবেন সাকিবকে।
মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন বলেন, ‘অনেক মিস করব। সাকিব ভাই সবসময় এক্স ফ্যাক্টর। উনি থাকলে যেকোনো দলের জন্য সবসময় ভালো হয়। যদি না খেলে, আমরা অনেক মিস করব।’
তবে নিজে ঠিকই আশাবাদী। কারণ প্রোটিয়াদের উইকেটে তার মতো জোরে বোলার তো একটু বাড়তি সুবিধা পাবেনই। তাসকিন বলেন, ‘দেখুন, চ্যালেঞ্জিং তো হবেই। নিউজিল্যান্ড সফরও চ্যালেঞ্জিং ছিল। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরাজ ও আফিফ যেভাবে ম্যাচ জেতাল। কঠিন ম্যাচগুলো জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে দক্ষিণ আফ্রিকায়ও জেতা সম্ভব।’
এদিকে সাকিব শুধু দক্ষিণ আফ্রিকা সফর নয়, মিস করবেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও। যা শুরু হবে ১৫ মার্চ থেকে। যেখানে
মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলার কথা তার। সাকিবকে লিগের শেষ ভাগে কয়েক ম্যাচে জন্য পেতে যায় মোহামেডান। বোর্ডের কাছে আবেদনও করবে তারা। মোহামেডানের ক্রিকেট কমিটির সিনিয়র সহ-সভাপতি সাব্বির বলছিলেন, ‘কীভাবে আমরা সাকিবকে এই মৌসুমে কিছু ম্যাচের জন্য হলেও পেতে পারি সেটার জন্য বোর্ডের সাথে কথা বলব। সাকিব যখন ক্রিকেটে ফিরবে তখন ওর কিছু ম্যাচ দরকার। আমরা বোর্ডকে সেই প্রস্তাব দিব, বোর্ড যদি বিবেচনা করে। সাকিব যে সময় পর্যন্ত ছুটি চেয়েছিল তখন দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়ে যায় এবং লিগের সুপার লিগের ম্যাচগুলো বাকি থাকে। সেক্ষেত্রে সাকিব যদি মোহামেডানের জন্য খেলতে চায় সেটা সাকিবকেই বলতে হবে। আমরা চাই সাকিব খেলুক। তবে সেক্ষেত্রে বোর্ড থেকে সবুজ সংকেত নিয়েই সাকিবকে খেলতে হবে।’
Discussion about this post