অ্যাশেজ পুনরুদ্ধারের পর হোয়াইটওয়াশের পথে আরো একধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের দল মেলবোর্ন টেস্টে রোববার তুলে নিয়েছে ৮ উইকেটের অনায়াস জয়। এর অর্থ ৫ টেস্টের অ্যাশেজ সিরিজে এখন অজিরা এগিয়ে ৪-০’তে!
সিডনিতে পঞ্চম ও শেষ টেস্টে সফরকারীদের সামনে এখন হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা। যেটি তারা শেষবার অ্যাশেজে হয়েছিল ২০০৬ সালে।
অবশ্য জয় প্রায় নিশ্চিত হয়ে যায় টেস্টের তৃতীয় দিনেই। রোববার চতুর্থ দিন চা-বিরতির আগেই লক্ষ্যে পৌঁছে যায়। জয়ের জন্য ২৩১ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। বিনা উইকেটে ৩০ রান দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল তারা। ওপেনার ক্রিস রজার্সের সেঞ্চুরি (১১৬) আর শেন ওয়াটসনের অপরাজিত ৮৩ রানের সুবাদে ২ উইকেট হারিয়েই জয়ের ঠিকানায় পৌছে যায় অজিরা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৫৫/১০ ও ২য় ইনিংস : ১৭৯/১০ (কুক ৫১, পিটারসেন ৪৯ ; লায়ন ৫/৫০, জনসন ৩/২৫)।
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২০৪/১০ ও ২য় ইনিংস : ২৩১/২ (রজার্স ১১৬, ওয়ার্নার ২৫, ওয়াটসন ৮৩*, ক্লার্ক ৬*; পানেসার ১/৪১, স্টোকস ১/৫০)।
ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল জনসন।
Discussion about this post