স্তব্ধ! গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ!
-এমন খবর আচমকা উড়ে আসবে কে জানতো। ১২ ঘণ্টা আগে যে মানুষটি আরেক কিংবদন্তি রড মার্শের মৃত্যুতে জানিয়েছিলেন শোক, সেই মানুষটিই কীনা নাই হয়ে গেলেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর মারা গেলেন সর্বকালের সেরা এই স্পিনার।
শুক্রবার রাতে ভেসে এসেছে ওয়ার্নের মৃত্যুর খবর। থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। তাকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি!
ওয়ার্ন মানেই কিংবদন্তিদের কিংবদন্তি! উইজডেনের শতাব্দী সেরা পাঁচ ক্রিকেটারের একজন। যিনি ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে শিকার করেছেন ৭০৮ উইকেট। টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট। ১৯৯৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি।
এরমধ্যে ১৯৯৩ অ্যাশেজে ওল্ড ট্র্যাফোর্ডে মাইক গ্যাটিংকে বোল্ড করা তার সেই যাদুকরি ডেলিভারি ক্রিকেট ইতিহাসে ‘বল অব দা সেঞ্চুরি’ নামে পরিচিত। বল হাতে কতো যে ম্যাজিক দেখিয়েছেন তিনি।
ওয়ার্নের মৃত্যুতে চলছে শোকের মিছিল। বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ফেসবুকে লিখেছেন, ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্নের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, বন্ধু ও সকল ভক্তদের প্রতি থাকলো আমার আন্তরিক সমবেদনা। যতদিন ক্রিকেট থাকবে আমাদের হৃদয়ে, এই কিংবদন্তি লেগস্পিনারও থাকবেন আমাদের হৃদয়ে।’
ওয়ার্ন-শচীন টেন্ডুলকারের বন্ধুত্বার গল্পটা সবারই জানা। প্রিয় বন্ধুর এমন হঠাৎ মৃত্যুতে শোকাহত শচীন টেন্ডুলকার। প্রতিক্রিয়ায় এই ভারতীয় গ্রেট লিখলেন, ‘স্তব্ধ, হতবাক ও দুঃখিত। তোমাকে মিস করব ওয়ার্নি। তুমি আশেপাশে থাকলে, সেটা মাঠে হোক বা মাঠের বাইরে, একটা মুহূর্তও নিরানন্দ কাটত না। তোমার আমার লড়াই, মাঠের বাইরে খুনসুটিটা আজীবন মনে করব। ভারতে তোমার জন্য আলাদা একটা জায়গা সবসময়ই ছিল। ভারতীয়রা তোমাকে তাদের হৃদয়ে আলাদা জায়গা দিয়ে রেখেছে। খুব তাড়াতাড়িই চলে গেলে তুমি।’
ঠিক তাই অকালেই চলে গেলেন ওয়ার্ন। বিদায় কিংবদন্তি। বিদায় যাদুকর!
Discussion about this post