একেই বলে হেসে-খেলে জয়! একেবারে অনায়াসে আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। এনিয়ে ২৯তম ওয়ানডে সিরিজ জিতল টাইগাররা। ঘরে মাঠে এটি ২৩তম সিরিজ জয়।
এর আগে আফগানদের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ খেলেছিল মাত্র একটি। সেবার, ২০১৬ সালে খেলা সেই সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব্যবধানে। আর এবার টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত হয়েছে তামিম ইকবালের দলের।
বাংলাদেশের জয় পাওয়া ওয়ানডে সিরিজের তালিকা-
প্রতিপক্ষ সাল ব্যবধান মাঠ
জিম্বাবুয়ে ২০০৫/০৫ ৩-২ বাংলাদেশ
কেনিয়া ২০০৫/০৬ ৪-০ বাংলাদেশ
কেনিয়া ২০০৬ ৩-০ কেনিয়া
জিম্বাবুয়ে ২০০৬/০৭ ৫-০ বাংলাদেশ
স্কটল্যান্ড ২০০৬/০৭ ২-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০০৬/০৭ ৩-১ জিম্বাবুয়ে
আয়ারল্যান্ড ২০০৭/০৮ ৩-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০০৮/০৯ ২-১ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ ৩-০ ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে ২০০৯ ৪-১ জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ২০০৯/১০ ৪-১ বাংলাদেশ
নিউ জিল্যান্ড ২০১১/১২ ৪-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০১১/১২ ৩-১ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০১২/১৩ ৩-২ বাংলাদেশ
নিউ জিল্যান্ড ২০১৩/১৪ ৩-০ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০১৪ ৩-০ বাংলাদেশ
পাকিস্তান ২০১৫ ৩-০ বাংলাদেশ
ভারত ২০১৫ ২-১ বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা ২০১৫ ২-১ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০১৫ ৩-০ বাংলাদেশ
আফগানিস্তান ২০১৬ ২-১ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ ২-১ ওয়েস্ট ইন্ডিজ
জিম্বাবুয়ে ২০১৮ ৩-০ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০১৮ ২-১ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০২০ ৩-০ বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ ২০২১ ৩-০ বাংলাদেশ
শ্রীলঙ্কা ২০২১ ২-১ বাংলাদেশ
জিম্বাবুয়ে ২০২১ ৩-০ বাংলাদেশ
আফগানিস্তান ২০২২ ২-০ বাংলাদেশ
Discussion about this post