ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
প্রথম ম্যাচটাতে উত্তেজনা ছড়িয়েছিল, মনে হচ্ছিল হেরেই বুঝি যাচ্ছে বাংলাদেশ। অবশ্য আফিফ হোসেন ধ্রুব আর মেহেদী হাসান মিরাজের ব্যাটিং বীরত্বে ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। তাদের ৮৮ রানের জয়ে শুধু সিরিজই নিশ্চিত হয়নি বাংলাদেশের, ইংল্যান্ডকে টপকে উঠে গেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে এখন লাল-সবুজের প্রতিনিধিরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাটিং করতে নেমে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বাংলাদেশ। ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে তামিম ইকবালের দল। ইনিংসে সর্বোচ্চ ১৩৬ রান তুলেন লিটন। ৮৬ রান আসে মুশফিকুর রহিমের ব্যাটে।
এরপর জবাব দিতে নেমে সফরকারীদের ভয়ঙ্কর হতে দেয়নি টাইগার বোলাররা। ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট আফগানিস্তান। সর্বোচ্চ ৫৪ রান করেন নাজিবুল্লাহ জাদরান। ৫২ রান করেন রহমত শাহ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ উইকেট করে নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। তবে ম্যাচসেরা লিটন কুমার দাস!
এই জয়ে ১৪ ম্যাচে বাংলাদেশ ১০০ পয়েন্ট নিয়ে উঠেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষে। ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে এরপরই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
এদিন পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিতে ১৩৬ রান করেন লিটন।
লিটন দাস যেদিন খেলেন, সেদিন এমনই মুগ্ধতা ছড়ায়। ব্যাট হাতে দাপট দেখানোটা নিয়মিত করে ফেলছেন এই ব্যাটসম্যান। শুক্রবার ছুটির দিনে আরও একবার কথা বলল এই তারকা ক্রিকেটারের ব্যাট। আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পেয়েছেন লিটন। ওয়ানডেতে তিন ইনিংস আগেই শতরান পেয়েছিলেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন ধ্রুপদী সব শটে মুগ্ধতা ছড়িয়ে মেতেছেন রান উৎসবে। লিটনের দুর্দান্ত সেঞ্চুরি আর মুশফিকের সঙ্গে রেকর্ড গড়া জুটিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ৫০ ওভারে ৪ উইকেটে করে ৩০৬ রান।
আফগানদের বিপক্ষে ১০ ওয়ানডেতে এই প্রথম তিনশ ছাড়িয়ে গেল টাইগাররা। আর দলকে এই উচ্চতায় নিয়ে যান লিটন। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে ১২৬ বলে করেন ১৩৬। ৪৯ ইনিংসেই ৫ সেঞ্চুরি হয়ে লিটনের। এর আগে একশর ইনিংসের কম খেলে ৫ সেঞ্চুরি করেন শুধু সাকিব আল হাসান (৯৩ ইনিংস)।
শুক্রবার আফগান বোলিং উড়িয়ে তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে লিটন গড়েন ২০২ রানের জুটি। ওয়ানডেতে তৃতীয় উইকেটে এই প্রথম দুইশ রানের জুটির দেখা পেল বাংলাদেশ।
তার পথ ধরেই তো দল তুলে নিতে পারল আরেকটি জয়। এবার হোয়াইট ওয়াশের মিশন। এই লড়াই সোমবার, চট্টগ্রামের মাঠে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৬/৪ (তামিম ১২, লিটন ১৩৬, সাকিব ২০, মুশফিক ৮৬, মাহমুদউল্লাহ , আফিফ ফারুকি ১০-১-৫৪-৪, ফরিদ , মুজিব ১০-০-৪৯-০, ওমরজাই , রশিদ ১০-০-৫৪-১, নবি ৪-০-২৬-০, রহমত ১-০-১০-০)
আফগানিস্তান: ৪৫.১ ওভারে ২১৮/১০ (রহমত ৫২, রিয়াজ ৫, শাহিদি ১, ওমরজাই ৯, নাজিবউল্লাহ ৫৪, নবি ৩২, গুরবাজ ৭, রশিদ ২৯, মুজিব ; মুস্তাফিজ ৮-০-৫৩-১, শরিফুল ৭-০-৪৪-১, তাসকিন ১০-২-৩১-২, সাকিব ৯-০-২৯-২, মিরাজ ১০-০-৫২-১, মাহমুদউল্লাহ ১-০-২-১, আফিফ ০.১-০-০-১)
ফল: বাংলাদেশ ৮৮ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে
ম্যাচসেরা: লিটন কুমার দাস
Discussion about this post