তার অপেক্ষা অনেক দিনের। ২০১৯ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে ছিলেন দলে। এরপর শুধুই বেড়েছে অপেক্ষার প্রহর। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার ত্রিদেশীয় সিরিজেও ছিলেন জাতীয় দলে ইয়াসির আলী চৌধুরী রাব্বীর। কিন্তু কিছুতেই একাদশে সুযোগ মিলছিল না!
অবশ্য তিনি না সুযোগ পেলেও দ্বিপাক্ষিক সিরিজের বাইরে প্রথম স্বীকৃত শিরোপা পায় বাংলাদেশ। এরপর একটা সময় দল থেকেও বাদ পড়েন তিনি। মনে হচ্ছিল আর বুঝি সুযোগই মিলবে না। অবশেষে প্রতীক্ষার প্ররে শেষ হয়েছে। বুধবার আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে ওয়ানডে ম্যাচে অভিষেক হলো রাব্বীর।
টেস্ট ক্রিকেটের পর ওয়ানডেতেও অভিষেক এই তরুণ ক্রিকেটারের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে রাব্বী। বাংলাদেশের ১৩৭তম ওয়ানডে ক্যাপ পেয়েছেন তিনি।
অবশ্য এই পজিশনে মাহমুদুল হাসান জয় ছিলেন আলোচনায়। তবে শেষ দিকে এসে অভিজ্ঞতার কথা মাথায় রেখে নির্বাচকরা সুযোগ দিলেন ইয়াসিরকে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭৭ ম্যাচে ৩৪.৭৭ গড়ে ১৮৭৮ রান করেছেন ইয়াসির। তাকে দলে রেখে অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন,‘ ইয়াসির গত কয়েক বছর ধরে ভালো খেলছে, সুযোগ পেলেই কাজে লাগাচ্ছে। দেখা যাক কে ব্যাট করে।’
সেই ২০১৯ সালের ১৬ এপ্রিল আয়ারল্যান্ড সফরের দলে প্রথমবার ডাক পান ইয়াসির। তখন সুযোগ হয়নি। এবার দেশের মাঠে একাদশে!
Discussion about this post